ভবানীপুরের সাউথ সাবার্বান স্কুলে সরস্বতি পুজোর দিনই আয়োজিত হয় নানা বিভাগের প্রদর্শনী। বিজ্ঞানের নানা স্পেসিমেন রাখা ছিল প্রদর্শনীতে। ছাত্রছাত্রীদের হাতে বানানো নানা সামগ্রী আলো করছিল প্রদর্শনী কক্ষ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ভারতের সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেনের এক ছোট প্রতিকৃতিও বানিয়েছিল সেখানকার পড়ুয়ারা, সাথে ছিল তার বিশদ বিবরণ। এছাড়াও সেই স্কুলের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি ম্যাজিক শো-এর। তারা জানায়, প্রতিবছরই স্কুলে সরস্বতী পুজোর দিন আয়োজন করা হয় এই ম্যাজিক শো আর নানা প্রদর্শনীর। প্রদর্শনী কক্ষে নানা প্রদর্শনের পাশে দাঁড়িয়ে বিশদ বিবরণ দিচ্ছিল সেই পড়ুয়ারাও। পদার্থবিজ্ঞানের এক অসাধারণ প্রদর্শন দেখা গেলো সেখানে। এক ছাত্রের কথায়, এটি একধরণের ইলাস্টিক ওয়েব বা স্থিতিস্থাপক ঢেউ। একটি লোহার রডে ঝোলানো অনেকগুলি পেন্ডুলামের মতো জিনিস যা চার ডিগ্রি কোণ করে ঠেলা দিলে জিগজ্যাগ ওয়েতে দুলতে থাকবে। প্রথম কণাটি থেকে ধীরে ধীরে শক্তির বন্টন হয়ে পৌঁছায় সর্বশেষ কণায়। এর ফলেই আঁকাবাঁকা পথের ভঙ্গিতে দুলতে থাকে পেন্ডুলামগুলি।