বিজ্ঞান, কলা ও বাণিজ্য এই তিন শাখার ঝগড়া চিরাচরিত। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রায়শই দেখা যায় এই তিন বিভাগের পড়ুয়াদের একে অপরকে ছোট করতে। কখনো বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগকে ছোট করছে তো কখনো কলা বিজ্ঞানকে ছোট করছে। কখনো আবার বিজ্ঞান এই দুই বিষয়কেই ছোট করছে। কিন্তু এই স্কুলের ছাত্র ছাত্রীরা শোনালো এক অন্য কথা। কারোর কারোর মত আলাদা হলেও বেশিরভাগ পড়ুয়াই মেনে নিয়েছে যে সবকটা বিষয়ই কঠিন। যে যেটা পড়ে তার কাছে সেটাই কঠিন হয়ে থাকে। পড়ুয়ারা জানালো, কলা বিভাগে সবচেয়ে বেশি মুখস্ত করতে হয় তো কমার্স বিভাগে বেশি ক্যালকুলেশন করতে হয়। সুযোগ পাওয়া সত্ত্বেও তাদের স্ট্রিম পরিবর্তন করতে নারাজ পড়ুয়ারা।