দক্ষিণ কলকাতার অন্যতম নামকরা একটি স্কুল হল সাউথ সাবার্বান স্কুল। ভবানীপুরের এই স্কুলটি স্থাপিত হয়েছিল ১৮৭৪ সালে। সেখানে আমরা কথা বললাম সেই স্কুলের সহপ্রধান শিক্ষক বিকাশ মালির সাথে। তিনি জানালেন, দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয় এই স্কুলটিতে পঠনপাঠন করেছেন উত্তম কুমার, তরুণ কুমার, ঋষিকেশ মুখার্জির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাই এই স্কুলে শিক্ষকতা করতে পেরে তিনি গর্বিত। তিনি জানালেন, প্রতিবছর অতি নিষ্ঠার সাথেই তাদের স্কুলে পালিত হয় সরস্বতী পূজা। এইবছর এই স্কুল থিমপুজোর আয়োজন করেছে। এবছর এই স্কুলের থিম কন্যাশ্রী। বিকাশবাবুর মতে, মায়েরাই সমাজ গড়ার মূল কারিগর। আর বর্তমানে যেসব মেয়েরা সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার জন্য পড়াশুনা করছে তারাই পরবর্তীকালে মা হয়ে সন্তান সামলাবে। তাঁর মতে, সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মায়েরাই হন প্রকৃত কারিগর।