মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ বাড়ছে ‘বহিরাগত’ ভাষার দাপট। কয়েক বছর আগে স্প্যানিশ ঢেউ এলেও এখন তা কিছুটা ধীর লয়ে বইছে।
অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজির পরেই বহুল প্রচলিত ভাষা ছিল স্প্যানিশ।২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত স্প্যানিশ ভাষী মানুষের সংখ্যা ছিল ১ মিলিয়ন।
২০১৬- এর নিরিখে যা প্রায় ২.৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছিল।কিন্তু এখন সেই অনুপাত কিছুটা ঝিমিয়ে পড়েছে বলা যায়। বেড়েছে দক্ষিণ এশিয় ভাষার প্রচলন।
মার্কিন জনগণনা শীর্ষক সমীক্ষায় দেখা গিয়েছে সর্বাধিক প্রচলিত প্রথম দশটি ভাষার মধ্যে তার মধ্যে ছ’টি ভাষাই দক্ষিণ এশিয়ার। বাকি তিনটি আফ্রিকার। একমাত্র ইউরোপীয় ভাষা হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছে ডাচ ভাষা।
দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার থেকে আসা অভিবাসীদের কারণেই ভাষা তালিকায় এহেন পরিবর্তন। তবে এই তালিকায় তামিল আধিপত্য ভাষাবিদদের বিস্মিত করেছে। বাংলা ভাষাভাষীর সংখ্যাও বেড়েছে তুলনামূলকভাবে। তার পরেই তামিল। সঙ্গে আছে তামিল তেলেগু।
প্রায় নাটকীয় ভাবেই ক্রমাগত বেড়ে চলেছে এই দুই ভাষার প্রভাব। সেই তুলনায় হিন্দির অবস্থান খানিকটা নড়বড়ে। আন্তর্জাতিক তালিকায় তৃতীয় স্থানে থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ছবি একেবারেই আলাদা।
ইংরেজির পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের ভাষার মিশ্রণ অন্য মাত্রা যোগ করছে মার্কিন সংস্কৃতিতে।