২৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন বাঙালি স্নুকার খেলোয়াড়

বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে পঙ্কজ আদবানির সাফল্যের কথা আমরা সকলেই জানি। ২৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানি যে এবারের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট ছিলেন তা বলাই যায়। কিন্তু বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলার সৌরভ কোঠারি হারিয়ে দেন পঙ্কজকে, যা চ্যাম্পিয়নশিপের অন্যতম বড় ‘অঘটন’ বলা যেতেই পারে।

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন সৌরভ গত মরশুম থেকেই বেশ ভালো ফর্মে ছিলেন। আর এবার দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা থেকে সরিয়ে ফেললেন বিশ্বের সেরা স্নুকার পারফর্মারকে।

Read Also :  জেনে নিন বাঙালি মায়েরা কিসে খুশি!

১০৪৭-৬৬৩ ফলে সৌরভ হারিয়ে দেন পঙ্কজকে। ২ ঘন্টা ৩০ মিনিটের এই ম্যাচে বেশিরভাগ সময়ই সৌরভ এগিয়ে থেকেছেন। প্রথমদিকে তিনি বড় পয়েন্ট স্কোর করছিলেন, যা পঙ্কজ কোনওভাবেই উতরে উঠতে পারছিলেন না। এইভাবে তিনটি সেটেই তিনি এগিয়ে থাকেন পঙ্কজের থেকে। ১ ঘন্টা বাকি থাকতেই সৌরভ যখন ৭০০ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে, তখন একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের ফলাফল। কিন্তু শেষের দিকে পঙ্কজ আদবানি কিছুটা কামব্যাক করলেও স্রেফ হারের ব্যবধানটি কমিয়ে আনতে সক্ষম হন তিনি।

শুক্রবার ইংল্যান্ডের রবার্ট হল-এর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে লড়বেন সৌরভ কোঠারি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...