নতুন বছরের এপ্রিলে নিউ টাউনে শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজস্ব স্কুল। আজকের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ওপর যে চাপ তৈরী হয়, সেই চাপ কমাতেই নিজের মত করে স্কুল চালানোর প্রচেষ্টা মহারাজের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার, সরকারি স্কুলগুলিকে নতুনভাবে ঢেলে সাজিয়ে সময়োপযোগী করে তোলার চেষ্টা করছে, সেখানে শহরের তথাকথিত শিক্ষাব্যবস্থার ওপর বীতশ্রদ্ধ হয়ে নিজের মত করে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে সৌরভের এই স্কুল গড়ার স্বপ্ন অবশ্যই প্রাসঙ্গিক। নিজের স্কুলের কথা স্মরণ করে সৌরভ তাঁর নিজের এই জায়গায় পৌঁছনোর পেছনে তাঁর স্কুলের যথেষ্ট অবদান রয়েছে বলে মনে করেন।
বর্তমান শিক্ষা ব্যবস্থার চাপে শিক্ষার্থীদের খেলাধুলার সময় প্রায় নেই বললেই চলে, স্কুল থেকে ফেরার পরও টিউশন পড়তে যাওয়ায় সময় শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন ভাবে শিক্ষা ব্যবস্থার চিন্তা নিয়েই তৈরী হবে মহারাজের স্কুল। প্রি-স্কুল থেকে শুরু করে স্নাতক অবধি পড়াশোনার সুযোগ পাবে শিক্ষার্থীরা এই স্কুলে। এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থায় যেভাবে পড়াশোনা নিয়ে চাপ বাড়ছে, সেই কারনে পড়ুয়ারা পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে তেমনভাবে এগোতে পারছেনা। বেশিরভাগ স্কুলে বাচ্চাদের খেলাধুলোর জায়গা অব্দি নেই। অথচ ছোটবেলায় বাচ্চাদের খেলার ভূমিকা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে অপরিহার্য্য। তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের খেলার সময় এবং জায়গা অবশ্যই করে দিতে বড়দেরই, মনে করেন সৌরভ। এই সমস্ত কথা মাথায় রেখেই তিনি শুরু করতে চলেছেন তাঁর নিজস্ব স্কুল। এখন আমরা প্রতীক্ষায় থাকব তাঁর স্কুলের পড়ুয়াদের দিকে, এবং নতুন অভিভকরা নিশ্চয়ই কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন।