ভারতীয় ক্রিকেটের মসনদে ‘মহারাজ’

কিছুদিন ধরেই বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে উঠে আসছিল ব্রিজেশ প্যাটেলের নাম। তবে জানা গিয়েছে, দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেট মসনদে বসতে চলেছেন বাংলার ‘মহারাজ’-প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসার পরেই প্রবল উচ্ছ্বাসে ভাসছেন ভারতীয় ক্রিকেট ও ‘দাদা’র ফ্যানেরা।

গতকাল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সকে এড়িয়ে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বৈঠকে বসেন বিসিসিআই-এর সব সদস্য। সারাদিন ধরে বিস্তর জল্পনা চলার পর, পরিশেষে উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ২৩ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তাঁর নাম ঘোষণা হওয়ার কথা।

এই নিয়োগ নিয়ে খুশী হয়েছেন সৌরভ। ইতিমধ্যেই জানিয়েছেন দিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য থাকবে ঘরোয়া ক্রিকেট। তাঁর কথায়, আমার কাছে এটা দুর্দান্ত সুযোগ হতে চলেছে। বিশাল দায়িত্বের কাজ হবে। বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংগঠন। ভারতীয় ক্রিকেটের পাওয়ারহাউস। কাজটা চ্যালেঞ্জিং। ভারতের অধিনায়ক হওয়ার অনুভূতির সঙ্গে কিছুর তুলনা হয় না। আমি কখনও ভাবিনি যে, বোর্ড প্রেসিডেন্ট হব।

শুরুতেই প্রথম শ্রেণির ক্রিকেটর উপর প্রাধান্য দিতে চাইছেন তিনি। এ বিষয়ে সিওএ-এর সঙ্গে আগে কথাও বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর লক্ষ্য থাকবে রঞ্জি ট্রফির ওপর। ক্রিকেটারদের অর্থনৈতিক দিকটার কথাও ভেবে দেখার কথা বলেছেন তিনি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...