আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে দশকের সেরা ভারতীয় বোলার হিসেবে নির্বাচিত হল আর অশ্বিন। সর্বাধিক ৫৬৪ উইকেট নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন অশ্বিন।
দশকের সর্বাধিক উইকেট নেওয়ার যে পাঁচ বোলারের তালিকা প্রকাশিত হয়েছে তাতে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছে অশ্বিন। ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও ব্রড স্থান পেয়েছে দ্বিতীয় ও তৃতীয় হিসেবে। অ্যান্ডারসনের সংগ্রহে রয়েছে ৫৩৫টি উইকেট। ব্রডের সংগ্রহে রয়েছে ৫২৫টি উইকেট। নিউজিল্যান্ডের টিম সাউদি ৪৭২টি উইকেট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। নিউজিল্যান্ডের সাউদির সতীর্থ ট্রেন্ট বোল্ট রয়েছে পঞ্চম স্থানে ৪৫৮ উইকেট নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিন ভারতীয়দের মধ্যে দ্রুততম বোলার যিনি ৫০,১০০,১৫০,২০০,২৫০,৩০০ উইকেট নেওয়ার নজির করেন।
অশ্বিনের এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই প্রেসিন্ডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন এই দশকে সবচেয়ে বেশি উইকেট অশ্বিনের। দুর্দান্ত কৃতিত্ব যা কখনও কখনও নজরের বাইরে থেকে যায়।