Sourav Ganguly: নতুন অবতারে বাংলার ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি, পুলিশ অফিসারের ভূমিকায় তিনি

ক্রিকেটের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কে নে চেনে। তিনি আমাদের সবার প্রিয় ‘দাদা।’ কিন্তু ক্রিকেট জগতের বাইরেও টেলিভিশনের পর্দায় বারবার দেখা গিয়েছে তাঁকে। কখনও তিনি জি বাংলার ‘দাদাগিরি’ শো –এর উপস্থাপক আবার নানা বিজ্ঞাপনে দেখা মিলেছে তাঁর। আবারও নতুন অবতারে তিনি। এবার ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের প্রচারমূলক ছবিতে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে ২০ মার্চ।

বাংলার রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই সিরিজটি। বাংলার তাবড় তাবড় কলাকুশলীরা কাজ করেছেন এই সিরিজে। মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। এছাড়াও এই সিরিজে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় সহ একাধিক বাংলার অভিনেতা অভিনেত্রী। আর সেই সিরিজেরই প্রচারমূলক ভিডিওতে দেখা গেছে বাংলার ‘দাদা’ –কে।

ভিডিওটিতে পুলিশ অফিসারের সাজে দেখা গেছে সৌরভকে। মার্চের শুরুতেই বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করেন তিনি। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘দাদা’ –কে নতুন অবতারে দেখে খুশি তাঁর অনুরাগীমহল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...