বোর্ড প্রেসিডেন্ট হয়েই প্রথম দিন রাতের গোলাপি টেস্ট চালু করার নজির তৈরী করেন সৌরভ গাঙ্গুলি। এবার বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নতুন চমক দিতে চলেছেন তিনি। ক্রিকেটের বিগ থ্রি দল নিয়ে আসতে চলেছে নতুন সুপার সিরিজ।
নতুন এই সুপার সিরিজ, ওয়ান ডে ফরম্যাটে হতে চলেছে বলে জানানো হয়েছে। এই সুপার সিরিজে ভারত ছাড়াও ক্রিকেটের বিগ থ্রি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে খেলতে দেখা যাবে। এছাড়াও আরেকটি দল নিয়ে মোট চার দলের এই সুপার সিরিজ প্রতি বছর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌরভ। কিছুদিন আগেই ইংল্যান্ড গিয়ে তাঁদের বোর্ডের প্রশাসনিক কর্তাদের সাথে এই সিরিজ নিয়ে আলোচনা করেছেন সৌরভ। ইংল্যান্ড বোর্ড এতে সম্মতিও দিয়েছে বলে শোনা যাচ্ছে। ভারত সাধারণত সারা বছর দ্বিপাক্ষিক সিরিজ খেলে থাকে। এই সিরিজ আয়োজন হলে তা ভারতের পক্ষেও ভাল বলে মনে করা হচ্ছে।
গতকাল সৌরভ বলেন সুপার সিরিজটা প্রতি বছর হবে। এবং প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এই সিরিজ অনুষ্ঠিত করা হবে। একবছর তা ভারতে অনুষ্ঠিত হলে পরের বছর ইংল্যান্ড এবং তাঁর পরের বছর অস্ট্রেলিয়াতে হবে এই সুপার সিরিজ। দিনক্ষণ না জানা গেলেও খুব শীঘ্রই এই সিরিজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।