বিবাহের ২৭ বছরে পা দিলেন সৌরভ ও ডোনা, কিন্তু এই খুশীর দিনেও সৌরভের কাছে ‘দুঃখের দিন’! কেন?

২৭ বছর বিবাহ জীবন কাটিয়ে ফেললেন সৌরভ-ডোনা জুটি। এতগুলো বছর একসাথে কাটানো কোনও মুখের কথা নয়!

তবে, সৌরভ গঙ্গোপাধ্যায় বিয়ের আগে থেকেই ডোনাকে চিনতেন আর জানতেন। পাশের বাড়িতে থাকতেন ডোনা। তাই বিয়ের পরেই অচেনা লাগেনি একে অপরকে। শুধুমাত্র বন্ধুত্বের এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তাঁরা।

গতকাল ছিল তাঁদের ২৭তম বিবাহবার্ষিকী। তাঁদের প্রেমের গল্প এখন প্রায় সবারই জানা। এমন বিশেষ খুশীর দিনে সোশ্যাল মিডিয়ায় বহু পুরনো এক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ছবিতে দেখা গিয়েছে যে আকাশী রঙের সালোয়ার ডোনার গায়ে। উপরে চাপানো কালো রঙের সোয়েটার। পাশে বসে থাকা সৌরভের গায়ে কালো ফুল হাতা সোয়েটার। বিয়ের ঠিক আগে আগের ছবি বলেই মনে করা হচ্ছে। ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ''জীবনের ওঠা-নামায় আমি তোমাকে পিছনে ঢাল হিসেবে পেয়েছি। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ডোনা।''

11fc6fd9fa3b921747a215727e353ac61708515581261206_original_11zon

১৯৯৭ সালের ২১ শে ফ্রেব্রুয়ারি আইনি বিয়ে হয়েছিল সৌরভ-ডোনার। এদিনই চার-হাত এক হয়েছিল তাঁদের। শোনা গিয়েছিল বিয়ের পরের দিনই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চলে যান সৌরভ। খেলে এসে ধুমধাম করে সামাজিক বিয়ে করেন তাঁরা। বিবাহিত জীবনে লম্বা ইনিংস খেলে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  এখনও তাঁদের ভালবাসা সমানভাবে অটুট। ইনিংস আরও লম্বা হোক, সেটাই চান সৌরভের অনুগামীরা।

কিন্তু এই খুশীর দিনেও সৌরভের জীবনে রয়েছে এক চরম কষ্টের দিন! কেন? জানা গিয়েছে যে ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারিতেই সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় মারা গিয়েছিলেন। তাই খুশীর দিন হলেও, কষ্টের দিনও বটে। তাই গতকাল সুখ-দুঃখ মিলিয়ে কেটেছে তাঁর দিন।

অন্যদিকে, ভালো নেই সৌরভের মা নিরূপা দেবী। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ১লা ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দেখা গিয়েছিল দিন দুয়েক আগে হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন তিনি। কিন্ত আবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ স্টেন্ট বসবে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...