আইনজীবীর ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়

আইনজীবীর ভূমিকায় ধরা দিতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় বছর দুয়েক পর টেলিভিশনে ফিরছেন তিনি। অলৌকিক না লৌকিক’ সিরিজে উঠে আসছে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনার গল্প। প্রবীর ঘোষের লেখা কিছু সত্য ঘটনা অবলম্বনে চলছে এই সিরিজ। ১৬ টি গল্প সম্প্রচারিত হবে ৩২ টি এপিসোডে। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত গল্পের নাম জাতিস্মর’ এখানে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। 

দেবযানী বণিকের হত্যা মামলা অবলম্বনে এই গল্প ‘জাতিস্মর’। ১৯৮৩ সালের ২৮ জানুয়ারি ২২ বছরের দেবযানীকে পিটিয়ে হত্যা করেছিল তাঁর স্বামী এবং শ্বশুরমশাই। ঘটনাটি ঘটে গড়িয়াহাট মোড়ের কাছে জনৈক বণিক বাড়িতে। এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত মূল অভিযুক্ত দেবযানীর স্বামী চন্দন এবং শ্বশুর চন্দ্রনাথ বণিককে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। মামলা চলাকালীনই এক মহিলা এসে নিজেকে দেবযানীর জাতিস্মর বলে দাবি করে। কিন্তু এই ছলনায় কোনও লাভ হয়নি তাঁর। কিন্তু ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কর্ণধার প্রবীর ঘোষের চোখে ধরা পড়ে যান সেই মহিলা। দেবযানীর পক্ষে তখন মামলা চালিয়ে যাচ্ছিলেন তাঁর দাদু। এই চরিত্রেই দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

সূত্রের খবর অনুযায়ী ‘জাতিস্মর’ গল্পে দেবযানীর নাম বদলে রাখা হয়েছে কুসুম। সৌমিত্র অভিনীত চরিত্রের নাম শমীন্দ্রনাথ দত্ত।

অলৌকিক না লৌকিক’ দেখুন প্রতি শনি ও রবিবার রাত ৮ টায়।

 

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...