সৌদামিনীর সংসার

বাড়ির নাম 'শান্তি নিবাস' কিন্তু শান্তি কই? দিনরাত সাংসারিক ঝুট ঝামেলা লেগেই রয়েছে। তাই কে বা কারা যেন বাড়ির পাঁচিলে লিখে দিয়েছে 'কোন্দল বাড়ি' এই মুখুজ্যে বাড়িতে এক এক জন এক এক অবতার। বাড়ির বড় ছেলে উমানাথ ব্যবসা করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে গণেশ উলটে দেয়; ছোট ছেলে গৌরীসাধন মনে করে যে দেশ স্বাধীন হয়নি কিংবা নেতাজি আজও জীবিত। বাড়ির উপার্জনকারী একজনই। সে বাড়ির মেজো ছেলে। নাম কালী সাধন। তার স্ত্রী'র আবার বড্ড দেমাক। তার স্বামী একাই রোজগেরে কিনা। হরিসাধন মুখুজ্যের তিন ছেলে- উমানাথ; কালী সাধন আর গৌরী সাধন। হরিসাধন তার পরিবারকে কিছুতেই কোন্দলমুক্ত করতে পারছে না। তার ঠাকুরদা করালি পরলোকে গিয়েছেন অনেকদিন আগেই। কিন্তু তিনি তার এই নাতি হরিসাধনকে দেখা দেন। হরিসাধনের সঙ্গে সংসারের ভাল মন্দ নিয়ে কথা বলেন। তাদেরই যৌথ উদ্যোগে সৌদামিনীর সঙ্গে বিয়ে হয় বাড়ির কনিষ্ঠ সদস্য শঙ্করের। আছে এক ভূতের রাজাও। আর হরিসাধনের বাম ও ডান হাত নব'র ভূমিকাও ধারাবাহিকে কম নয়। এই সব কিছু নিয়েই আসন্ন ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'। সৌদামিনী কি পারবে কোন্দল বাড়িটিকে সত্যিকারের শান্তিনিবাস করে তুলতে? তারই উত্তর মিলবে ধারাবাহিকের পরতে পরতে।
১৯৬০-এর গ্রামবাংলার এক যৌথ পরিবার এই ধারাবাহিকের রসদ। পিরিয়ড পিস বলা যায়। তবে সাধারণত আমরা পিরিয়ড পিস হলে প্রতিশোধ -প্রতিহিংসার কথা ভেবে ফেলি। এই ধারাবাহিকে তার কোনও জায়গা নেই। আছে হাসির রোল। মুখুজ্যে বাড়িতে এক অমূল্য সম্পদ রয়েছে। সেটাই যত ঝামেলার মূল কারণ। আর রয়েছে বাড়ির ছোট ছেলের পাগলামি। 


পরিচালনার দিকটি সামলাচ্ছেন রাজেন্দ্র প্রসাদ দাস। রাজেন্দ্র বাবুর হাত ধরেই 'রানী রাসমণি' এগিয়েছে। এবার সৌদামিনীর সংসারের হাল ধরেছেন তিনি। ক্রিয়েটিভ ডিরেক্টর সৃজিত। আর্ট ডিরেক্টর জয় চন্দ্র চন্দ। 
সৌদামিনীর চরিত্রে সুস্মিলি আচার্য।  সুস্মিলি এর আগে 'প্রথম প্রতুশ্রুতি' ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে অভিনয় করেছে। শঙ্করের চরিত্রে অধিরাজ গাঙ্গুলি। এই অধিরাজ আগে 'মহানায়ক' ধারাবাহিকে অভিনয় করেছে। গোয়েন্দা তাতার ছবিতে তাতাতের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। এ ছাড়াও রয়েছেন সমির বিশ্বাস; সুমিত সমাদ্দার; বিশ্বজিৎ চক্রবর্তী ; দেবপ্রতিম দাশগুপ্ত; সমতা দাস; বনি; প্রীতি; অরিন্দল বাগচি; অর্ণব ভদ্র সহ আরও অনেকে। 
এই ধারাবাহিকের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের প্রত্যেকের মতে- "আমরা হাসতে ভুলে গেছি। টিভিতেও টেনশন দেওয়ার রসদ কম নেই 'সৌদামিনীর সংসার' সেই জায়গায় দাঁড়িয়ে একদম আলাদা। এখানে প্রতিশোধ; পিছন থেকে ছুরির আঘাত কিছুই নেই। আছে শুধু কোন্দল। যা বন্ধ করতে আসবে সৌদামিনী। সে কি সক্ষম হবে নাকি সেও ব্যর্থ হবে কোন্দল বাড়িকে সামলাতে। জানতে হলে আগামী ১৭ জুন থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে ১০ টায় দেখতে হবে 'সৌদামিনীর সংসার'

এটা শেয়ার করতে পারো

...

Loading...