গায়ে AC লাগিয়ে ঘুরে বেড়ান

গরমে দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে এসির বিকল্প হয় না। কিন্তু এসি শুধুমাত্র ঘরের চার দেওয়াল ও গাড়ির মধ্যেই সীমাবদ্ধ। যদি এমন হত বাইরে বেরনোর সময়েও এসি সাথে নিয়ে বেরনো যেত?  আপনি হয়তো ভাবছেন এমন আবার হয় নাকি। তাহলে বলি ঠিক এমনটাই হতে চলেছে। সূত্রের খবর সোনি কোম্পানি আনতে চলেছে ওয়্যারেবেল এসি। যা একটি বিশেষ টি-শার্টের ভিতরে পরে বাইরে বেরনো যাবে। এটি আকারে এবং ওজনে মোবাইল ফোনের থেকেও ছোট।

সোনির এই ওয়্যারেবেল এসির নাম হল রিয়ন পকেট’ যার মূল্য মাত্র ১৩০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসাবে তা দাঁড়ায় ৯২০০ টাকা। রিয়ন পকেট ব্যবহার করতে হলে সাধারণ পোশাকের ভিতর এক বিশেষ ইনার টি-শার্ট পরতে হবে। যার মধ্যে এই এসি রাখার ব্যবস্থা থাকবে। সোনি কোম্পানি এই বিশেষ টি-শার্ট ওই ওয়্যারেবেল এসির সাথেই বিক্রি করবে। সাধারণত গাড়িতে যে ধরণের এসির ব্যবহার করা হয় উক্ত ওয়্যারেবেল এসির ক্ষেত্রেও থাকছে সেই একই প্রযুক্তির ব্যবহার। নিজের প্রয়োজন মতন এই এসির তাপমান নিয়ন্ত্রন করা যাবে এবং প্রয়োজনে নিজের মোবাইল ফোনের সাহায্যে ইচ্ছা মতন এই এসি অন-অফ করা যাবে। 

সূত্র থেকে আরও জানা গেছে সোনি এই প্রযুক্তির কাজের জন্য একটি ক্রাউডফান্ডিং পেজ খুলেছে। আপাত ভাবে সেখানে ২ লক্ষ ডলার এসেছে। ভবিষ্যতে তা আরো বাড়বে বলে আশা করছে সোনি। যদিও এই রিওন পকেট এসি এখন শুধুমাত্র জাপানেই পাওয়া যাবে। তবে এমন উন্নত ও প্রয়োজনীয় প্রযুক্তি ভবিষ্যতে ভারতেও পাওয়া যাবে বলে আশা করা যায়।  

 

 

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...