বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র বায়োপিকের মুক্তি পাবে ভোটের কিছুদিন আগেই। এই বায়োপিকের সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, সে খবর জানা গিয়েছিল আগেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে উমেশ শুক্লা পরিচালিত ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’ ওয়েব সিরিজের ট্রেলার। এবার জানা যাচ্ছে, এই ওয়েব সিরিজে গান হিসেবে ব্যবহৃত হবে মোদির লেখা কয়েকটা কবিতা। পরিচালক নাকি আগেভাগেই মোদির কাছ থেকে তাঁর ১০টি কবিতা ব্যবহারের অনুমতি চেয়ে রেখেছিলেন। আর সেই কবিতাগুলোকেই গানের কথা বানিয়ে গেয়েছেন সোনু নিগম।
পরিচালকের কথায়, "প্রথমেই সোনু নিগমের নামটাই মাথায় এসেছিল আমাদের। আমাদের মনে হয়েছিল একমাত্র ওই কবিতাগুলোকে গান হিসেবে ফুটিয়ে তুলতে পারবে। ওর গলার স্বরই উপযুক্ত এর জন্য। গত বছর জুনেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদনপত্র পাওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম। আর উনিও আপত্তি করেননি।"
আরও জানা যাচ্ছে, ইরোজ অরিজিন্যালের এই সিরিজে মোদির লেখা ‘শ্যাম কে রোগান রেলে’ কবিতাটিকে গান হিসেবে ইতিমধ্যেই রেকর্ড করেছেন সোনু। গানের সুর বেঁধেছেন সেলিম-সুলেমান জুটি। মোট দশটি পর্ব থাকছে এই ওয়েব সিরিজে। আর সেই দশটি পর্বেই গান হিসেবে ব্যবহৃত হবে মোদি'র লেখা কবিতা। পর্বের শেষে থাকবে সেই এই গান। এপ্রিলেই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’।