সোনাকোনিয়া: বাংলা-ওড়িশা সীমান্তে পশ্চিমবঙ্গের শেষ বাস স্ট্যান্ড

বাস হল পরিবহনের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বাসে করে যাতায়াত করেন। কিন্তু জানেন কী আমাদের রাজ্যের শেষ বাস স্ট্যান্ড কোনটা? কোন কোন জায়গার বাস ছাড়ে সেখান থেকে?

এই বাস স্ট্যান্ডের নাম হল সোনাকোনিয়া বাস স্ট্যান্ড। বাংলা ও ওড়িশার সীমানায় অবস্থিত এটিই পশ্চিমবঙ্গের শেষ বাস স্ট্যান্ড। এটি রাজ্যের এক প্রান্তের শেষ বাস স্ট্যান্ড। এরপরই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য। স্ট্যান্ড থেকে ছাড়ে একাধিক বাস। শুধুমাত্র স্থানীয় অঞ্চল নয়, নানান দুরপাল্লা বাসও ছাড়ে এখান থেকে। বাস যায় পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা সহ একাধিক জায়গায়।

সোনাকোনিয়া বাস স্ট্যান্ড দেখতে আর পাঁচটা সাধারণ বাসস্ট্যান্ডের মতন হলেও এটি মানুষের মনে চিরকালই কৌতুহল জাগিয়ে এসেছে। দুই রাজ্যের সীমানায় অবস্থিত এটি তাই মিশ্র সংস্কৃতি ও মিশ্র ভাষাভাষীর মানুষের যাতায়াত রয়েছে এখানে।তাই এই জায়গা অনেক বেশি বৈচিত্রময়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...