সোনাই বিবি

'রংরূপ' নাট্যদল প্রযোজিত 'সোনাই বিবি' নাটকের মূল কাহিনী লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এই নাটকের নাট্যকার সৈনাভ বসু। পুরো নাটকটির মধ্যে রয়েছে বাংলার মাটির সুর।এই নাটক বাংলার কথা বলে, মানুষের কথা বলে এখানকার মাটির গন্ধ বলে অথচ ইতিহাস ভিত্তিক নাটক এটি। কিছুটা রয়েছে ইতিহাস কিছুটা রয়েছে কল্পনা। একই সঙ্গে এটি একটি আধুনিক রূপকথা।এই নাটকের নির্দেশক জয়ন্ত মিত্রের তিরিশ বছরের থিয়েটার জীবনে সোনাই বিবি নাটকটি তাঁর প্রথম নির্দেশনা। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সীমা মুখোপাধ্যায় যিনি রংরূপের কর্ণধার। নির্দেশক জয়ন্ত মিত্রের মতে, সীমা মুখোপাধ্যায় তাঁকে যা শিখিয়েছেন এই নাটকে নির্দেশনা তারই একটি অঙ্গ। তিনি আরো বলেছেন, যখন কোন সন্তান বড় মাপের কাজ করে ঠিক সেই সময়ে যেমন তার মা পাশে থাকে ঠিক তেমনি তিনি তার পাশে ছিলেন। এছাড়া দলের প্রত্যেকে সমান ভাবে কাজ করেছে। 

 

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...