নিজের লিভার দান করে বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো ছেলে| গতকাল এসএসকেএমের স্কুল অফ ডাইজেস্টিভ অ্যান্ড লিভার ডিজিসেসে অস্ত্রোপচার করে ছেলে প্রীতম ওরফে রাজ কুন্ডুর লিভারের ৬৫ শতাংশ প্রতিস্থাপন করা হলো বাবা রঞ্জিত কুন্ডুর শরীরে| দেশের বিভিন্ন জায়গায় চিকিত্সার জন্য ঘুরে বেড়িয়েও লাভ হয়নি কুন্ডু পরিবারের | অবশেষে কলকাতাতেই সফল হলো অস্ত্রোপচার| এসএসকেএমের হেপাটোলজি বিভাগের প্রধান অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ১৮ জন চিকিৎসকের একটি দল কাল দীর্ঘক্ষণ এই অপারেশন চালান|
বসিরহাটের বাসিন্দা ৪৭ বছরের রঞ্জিত কুণ্ডু বেশ কিছুদিন ধরে ভুগছিলন সিরোসিস অফ লিভারে| চিকিত্সার জন্য ভিন রাজ্যের হাসপাতালে এক বছর ধরে ঘুরে ঘুরে বেড়িয়েছেন তিনি ও তাঁর পরিবার| দিল্লির এইমস ও জানিয়ে দিয়েছিল রঞ্জিতবাবুকে বাঁচাতে হলে লিভার প্রতিস্থাপন ছাড়া আর কোনো রাস্তা নেই| কিন্তু অন্য কারও লিভার না মেলায় অস্ত্রোপচার সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় উপায় না দেখে বাবাকে নিজের অঙ্গ দেওয়ার জন্য মনস্থির করে উনিশ বছরের রাজ | মা ও পরিবারের সদস্যরা চাননি এত কম বয়সে অঙ্গ দান করে রাজের শরীরে জটিলতা তৈরি হোক| সেই আশংকাও টলাতে পারেনি রাজকে| পরিবারের বারণ সত্ত্বেও চিকিত্সকদের কাছে আবেদন জানায় যে তাঁর শরীর থেকে নেওয়া হোক লিভারের অংশ |
রাজের শারীরিক পরীক্ষার পর অস্ত্রোপচারে এসএসকেএমের হেপাটোলজি বিভাগের চিকিৎসকেরা রাজি হন| গতকাল অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে| বাবার জন্য নিজের অঙ্গদানের জন্য ছেলের এই ভুমিকার প্রশংসা করেছেন চিকিৎসকরাও|