সরস্বতী পুজোয় ছাত্রদের সঙ্গে কথা

চেতলা বয়েজ স্কুলের সরস্বতী পুজোয় ছিল থিমের চমক। স্কুল প্রাঙ্গনে প্রবেশ করে জিয়ো বাংলা টিম দেখলো এই থিমের অভিনবত্ব। পরিবেশ রক্ষার বার্তা পৌঁছাতে চেয়েছে এখানকার ছাত্ররা। এখানে মাতৃ মূর্তি ছিল কাঁচা হলুদ বসনে সজ্জিত। হলুদ ফুলের সাজে এই মাতৃ বসন যেন আভায় ভরিয়ে দিচ্ছে চারপাশ। অঞ্জলি শেষে প্রসাদের বাহারে আর ফুলের অঞ্জলিতে ভরে আছে মণ্ডপের চারপাশ। থিম যেহেতু পরিবেশ রক্ষা করা, তার জন্য মূর্তির পিছনে চাতালের জায়গায় রয়েছে একটি প্রতীকী পাতাহীন গাছ। আর দেওয়াল জুড়ে সবুজের সমারোহে ছড়ানো পাতার সাজ। স্কুলের ছাত্ররা জানালো বর্তমান অবস্থায় যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সচেতনতা বাড়াতে, এই থিমের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে তারা

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...