কার্টুন হল এমন এক জিনিস যা নয় থেকে নব্বই সকল শ্রেণীর মানুষের মন জয় করে যায়। আর আপনার যদি নব্বোইয়ের দশকে জন্ম হয়ে থাকে তাহলে একগুচ্ছ কিছু কার্টুন আছে যা তখন কার শাবালকদের মন জয় করে যেত। আজ তেমনি কিছু কার্টুনের কথা আপনাদের সামনে তুলে ধরা হল।
১০)দি ফ্লিন্টস্টোন –প্রস্থরযুগের প্রেক্ষাপটে তৈরী করা কার্টুন ফিল্টস্টোন। হান্না বার্বেরা প্রযোজিত এই কার্টুন নব্বোই দশকের নাবালকদের ছিল প্রাণের থেকেও বেশি প্রীয়।
৯)ক্যপটেন প্ল্যানেট এন্ড প্ল্যানেটিয়ার্স –বিশ্ব মাতাকে আগন্তুকদের হাত থেকে রক্ষা করা গুরুদায়িত্ব গ্রহন করে পৃথিবীর কিছু মানুষের হাতে যাদের মাথা ক্যাপটেন প্ল্যানেট। হান্না বার্বেরা প্রযোজিত এই কার্টুন সারা বিশ্বের টিনেজারদের খুব পছন্দের হয়ে যায়।
৮) টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস – মাইকেলঅ্যাঞ্জেলো, লিওনার্ডো, ব়্যাফায়য়াল এবং ডোনাটেলো এই ৪ বিখ্যাত চিত্রশিল্পীর নামানুসারে নাম দেওয়া হয় ৪টি কচ্ছপের যারা কচ্ছপ ও মানুষের জিনের সংমিশ্রনে হয়ে ওঠে টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস।
৭) সোয়াট ক্যাটস ব়্যাডিক্যাল স্কোয়ার্ডন –কাল্পনিক শহর মেগাক্যাট সিটি। নাম থেকেই বোঝা যাচ্ছেশহরের বাসিন্দারা সবাই বেড়াল প্রজাতির। সেই শহরের দুজন যোদ্ধা যাদের ওপর শহরের প্রতিরক্ষার ভার পড়েছে। শহরকে বিপদের হাত থেকে রক্ষা করা যাদের প্রধান কাজ সেই ব়্যাডিক্যাল স্কোয়ার্ডনের ফ্যান হয়ে গিয়েছিল তখনকার নাবালকরা।
৬) ডেক্সটারর্স ল্যাবরেটরী – ক্ষুদে বৈঞ্জানিক ডেক্সটার ও তার একমাত্র বোন ডিডি কে নিয়ে তৈরী এই গল্প। ভাই বোনের মধ্যে মিল থাকলেও গোবেষণার সময় ভাই ডেক্সটারকে বিরক্ত করাই ছিল ডিডি-র প্রধান কাজ আর তা একদম নাপসন্দ ছিল ডেক্সটারের। ভাই বোনোর এই অহি নকুল সম্পর্ক দেখতে খুব পছন্দ করত নব্বোই দশকের ক্ষুদেরা।
৫) দি মাস্ক – সাধারণ মানুষ স্ট্যনলির একটি মুখোশের সাহায্যে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। মানব রুপে যে সমস্যার সমাধান করা অসম্ভব তাই মুখোশের সাহায্যে সম্ভব করে দেখাতেন তিনি।
৪) জাস্টিস লিগ – সুপারম্যান, ওয়ান্ডার উয়োম্যান, ব্যাটম্যান, ফ্ল্যাস অ্যাকোয়া ম্যান ও অন্যান্যদের নিয়ে তৈরী ছোট্ট সুপার হিরো স্কোয়াড। পৃথিবীকে বহিরাগতদের আক্রমণের হাত থেকে রক্ষা করাই ছিল এদের মুল মন্ত্র। ডিসি কমিক্সের এই ৫ জন সুপার হিরোকে নিয়ে তৈরী অ্যানিমেটেড সিরিজ সকল টিনেজারদোর মন কেড়ে নিত।
৩) ড্রাগোন বল –ড্রাগোন বল নামক ৭টি বলের খোঁজে মার্শাল আরটিস্ট গোকুর অভিযানের প্রেক্ষাপটে তৈরী এই কার্টুন।লক্ষ একটাই সেই ৭টি বল যেন কোন প্রাকার শত্রুপক্ষের হাতে না পড়ে। গোকুর এই রোমাঞ্চকর অভিযানে রোমাঞ্চিত হত সেই সময়ের ক্ষুদে ভক্তরা।
২) বেইব্লেড – টাইসন ও তাঁর সঙ্গী সাথিদের লাট্টু প্রতিযোগীতা নিয়ে তৈরী বেইব্লেড। নোব্বোই দশকের প্রায় শেষের দিকে আসলেও অল্পদিনের মধ্যে বিখ্যাত হয়ে পড়ে বেইব্লেড। তখন ঘরে ঘরে শুধু একটাই কথা “থ্রি টু ওয়ান, লেট ইট রিপ”।
১) পোকেমন – প্যালেট টাউনয়ের ১০ বছরের অ্যাশ কেচামের পোকেমন মা্স্টার হওয়ার স্বপ্ন নিয়ে অভিযানে বোড়োনো। সঙ্গী দুজন মিসটি ও ব্রক। যাত্রা পথে বিভিন্ন পোকেমনকে পোকেবল বন্দি করা এবং তাঁদের সাথে বন্ধুত্ব করা এই নিয়ে তৈরী পকেমন যা তখনকার দিনের নাবালকদের মাতিয়ে রাখত।