ব্যাক্তিগত প্রদর্শন নয়, প্রয়োজন দলের পারফরমেন্স

গোলাপি বলের টেস্ট ম্যাচের পর এবার দলীপ ট্রফির দিকেও পর্যবেক্ষন করার প্রয়োজন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বলে মনে করেণ ক্রিকেট সম্রাট শচীন তেন্ডুলকার।শচীনের মতে ভারতের এই প্রাচীন ক্রিকেট টুর্ণামেন্টে, সকল খেলোয়াড়রা দলের থেকেও তার নিজস্ব পারফরম্যান্সের ওপর বেশি নজর দেয়। তাতে আখেরে দলের লাভ হলেও, ক্রিকেটিও ভাষার যাকে বলে ‘টিম গেম’ তা থাকছে না। খেলার শুরু থেকে শেষ অবধি সকল খেলোয়াড়দের লক্ষ্য একটাই নিজের প্রদর্শনটি ভালো হতে হবে। তাতে ফলাফল যাই হোক না কেন ‘টিম স্পিরিট’-এর যে ব্যাঘাত ঘটছে বলে মনে করেণ তিনি। 

তাই শচীনের মতে যদি কোনও রকমে খেলার ধরণে কিছু পরিবর্তন আনা যায় তাহলে একটি দলীয় ক্রিকেট ম্যাচ দেখতে পেতে পারে দর্শকরা। তাই তার বক্তব্য  সৌরভ যদি রঞ্জি ট্রফির চারজন সেমি ফাইনালিস্টের পাশাপাশি অনুর্ধ ১৯ ও অনুর্ধ ২৩-এর দুটি দলকে অংশগ্রহন করাতে পারেন তাহলে কিছুটা হলেও খেলোয়াড়রা তাদের নিজস্ব পারফরমেন্সের পাশাপশি দলের পারফরমেন্সের ও খেয়াল রাখবে। হাজার হোক ক্রিকেট ‘জেন্টলম্যান্স গেম’, এখানে নিজের স্বার্থের কোনও জায়গা নেই বলে মনে করেণ শচীন। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...