মরসুম বদলের সঙ্গে সঙ্গে ত্বকে নানা ধরনের সমস্যার দেখা দেয়। বিশেষ করে শীত আসলেই এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত শীতের মরসুমে ত্বক শুষ্ক হয়ে যায় বলে এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু সব সমস্যা যেমন আছে তার সমাধানও আছে।
অ্যালার্জির সমস্যার সমাধান: শীতের মরসুমে ত্বকে উইন্টার র্যাশ, সোরিয়াসিস, অ্যাকজিমা, ও দাদের সমস্যা দেখা দেয়। যার সোরিয়াসিস হল এক ধরনের ছত্রাক। এই ছত্রাক থেকে ত্বকে খুশকি সমস্যা হয়। অন্যদিকে অ্যাকজিমা আঙুলের ফাঁকে ফাঁকে দেখতে পাওয়া যায়। আর সারা দিন উলের পোশাক ব্যবহার করার ফলে ত্বকে দাদও দেখা দিতে পারে। এই সব সমস্যা এড়িয়ে চলতে ভিটামিন ই, ডি ও সি জাতীয় খাবার খাওয়া উচিত। র্যাশের সমস্যা দেখা দিলে ত্বকে জলপাইয়ের তেলের সঙ্গে জল মিশিয়ে ত্বকে লাগালে উপকার হবে। সোরিয়াসিসের সমস্যার সমাধানের জন্য ফিটকিরি আর গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে হবে।
ত্বকে ট্যানের সমস্যার সমাধান: শীতকালের দুপুরে রোদের তাপে আরাম করে বসেন বহু মানুষ, কিন্তু এর ফলে ত্বক পুড়ে যেতে পারে বা ত্বকে ট্যান দেখা দিতে পারে। এই জন্য সানস্ত্রিন লোশন ব্যবহার করতে হবে। এছাড়াও যদি ডাবের জল ও বেসনের পেস্ট মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ট্যান উঠে যাবে।
শুষ্ক ত্বকের সমাধান: শীতের মরসুমে ত্বকের আর্দ্রতা কমে যায়। যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। আর শুষ্ক ত্বক ফেটে যায়। এই জন্য ত্বক ভাল ভাবে পরিষ্কার করে তারপর ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। প্রতিদিন রাতে ঘুমনোর আগে এই ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।