Solar Storm: সৌরঝড় আছড়ে পড়বে পৃথিবীতে, কী বলছেন বিজ্ঞানীরা?

সৌরঝড় নিয়ে সতর্কবার্তা জারি করল সৌরবিজ্ঞানীরা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক প্রকাণ্ড সৌরঝড়। যা প্রভাব ফেলতে পারে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে।

 

হাইলাইটসঃ
১। সৌরঝড় নিয়ে সতর্কবার্তা জারি করল সৌরবিজ্ঞানীরা
২। সৌরঝড় তৈরী হয় আচমকা সূর্যের বুকে বিস্ফোরণ থেকে
৩। মে মাসে একটি সৌরঝড় আছড়ে পরেছিল পৃথিবীতে

সৌরঝড় কী?
সৌরঝড় তৈরী হয় আচমকা সূর্যের বুকে বিস্ফোরণ থেকে। এর ফলে আয়নিত কণার স্রোত, প্রবল শক্তি-সহ ছড়িয়ে পড়ে সৌরসংসারে। তাকেই বলা হয় সৌরঝড়। এর জেরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। চার্জড পার্টিকল বা আয়নিত কণার ঝড়ের মুখে পড়ে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহগুলি।

মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিশেষজ্ঞেরা এ দেশের কৃত্রিম উপগ্রহগুলির অপারেটরদের সতর্ক থাকতে বলেছে। ভারতীয় বিজ্ঞানীরা পরিস্থিতির উপরে নজর রাখছেন, কারণ দিন কয়েকের মধ্যে আছড়ে পড়বে ঝড়। তবে এখনই সম্পূর্ণ নিশ্চিতভাবে কিছু বলেননি তাঁরা।

উল্লেখ্য, মে মাসে একটি সৌরঝড় আছড়ে পরেছিল পৃথিবীতে। এর জেরে পৃথিবীর উত্তর গোলার্ধের আকাশ জুড়ে অরোরা তৈরি হয়, রেডিয়ো ব্ল্যাকআউট ও বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এছাড়াও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রেও প্রভাব ফেলে ঝড়টি। তবে এরফলে কোন বড় ক্ষতিসাধন হয়নি। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজ়িক্স’-এর ডিরেক্টর অন্নপূর্ণি সুব্রহ্মণ্যন বলেন, ‘‘মে মাসে একটা সৌরঝড় হয়েছিল। কয়েক দিন আগে সৌরশিখার যে তীব্রতা দেখা গিয়েছে, তা শক্তিতে গত বারের ওই সৌরঝড়ের সমতূল্য। আমাদের আশঙ্কা, ম্যাগনেটোস্ফিয়ারে এর প্রভাব পড়বে। আমরা অপেক্ষা করে দেখতে চাই। সূর্য থেকে পৃথিবীতে ওই সৌরঝড় পৌঁছতে কয়েক দিন সময় লাগবে।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...