সোলার পাওয়ারে চলবে অটোমেটেড বাস

ভারতেই তৈরী হল সোলার পাওয়ারে চালিত স্বয়ংক্রিয় পরিবহন। চালক হীন সৌরশক্তিতে চালিত পরিবহন ভারতেই প্রথম বলে দাবি করছে উদ্ভাবক দল। ভারতীয় একটি বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থী এবং ৫ জন অধ্যাপক মিলে  তৈরী করেছে এই স্বয়ংক্রিয় বাস। এর আগেও অটোমেটেড পরিবহন তৈরী হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিন্তু সোলার শক্তিতে এই প্রথম তৈরী হল চালকবিহীন গাড়ি বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই প্রাথমিক ভাবে পরীক্ষা চালানো হয় স্বয়ংক্রিয় সৌরশক্তিতে চালিত বাসটির। বাসটির ওজন হবে ১ হাজার ৫০০ কেজি১৫ জন যাত্রীর বসবার স্থান রয়েছে বাসটিতে। চালকবিহীন বাসটি নির্মাণে খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। বাসটিকে ঘিরে রয়েছে কিছু সোলার প্যানেল। ওপরেরদিকে এবং চারপাশে রয়েছে এই সোলার প্যানেলগুলি। এই সোলার প্যানেলের মাধ্যমেই চার্জ হয় গাড়ির ব্যাটারি। এই বিশেষ সুবিধা হল সূর্যের আলোতে চার্জ হতে হতেই চলতে পারবে এই বাস।  বাসটি সূর্যের মাধ্যমে চার্জ হওয়াকালীন চলতে পারে অনেক দূর অব্দি। চার্জ পূর্ণ হলে গাড়িটি নিয়ে পাড়ি দেওয়া যাবে প্রায় ৭০ কিলোমিটার রাস্তা। এই পরিবহনটি তৈরিতে যে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে প্রায় ২ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। 

অটোমেটেড গাড়িটি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনদীপ সিংহ জানান,  চালক বিহীন বাসটি রাস্তার পারিপার্শ্বিক অবস্থা বুঝে নিজে থেকেই চলার ক্ষমতা রাখবে। গাড়িটি যতদূর ইচ্ছে চলবে সূর্যের আলোতে।  স্বয়ংক্রিয়ভাবে তৈরী বাসটিতে দুর্ঘটনা এড়ানোর জন্য লাগানো আছে বিশেষ সেন্সর। আপাতত ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই স্বয়ংক্রিয় বাস পরিষেবা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...