রাজ্যের প্রগতিতে একের পর এক প্রকল্প-এর শিলান্যাস করে চলেছে রাজ্যসরকার| এবার বিভিন্ন জেলায় ১২০ মেগাওয়াটের নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মানের পরিকল্পনা নিয়েছে রাজ্যসরকার| ৬-১০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গুলির জন্য সরকারী পতিত জমিকে বেছে নেওয়া হবে বলেই সূত্রের খবর থেকে জানা গেছে| ১ মেগাওয়াটের এক একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গড়তে লাগে চার একর জমি, কাজেই ১১০ একর মেগাওয়াটের সৌর বিদ্যুত প্রকল্প গড়ে তুলতে লাগবে ৩০-৪০ একর জমি| সূত্রের খবর থেকে জানা গেছে যে বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া সহ দার্জিলিংয়ে এই বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে| সূত্রের খবর থেকে জানা গেছে যে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের পরিকল্পনা রূপায়িত হলে রাজ্যে বিদ্যুৎ লাইনে বিকল্প শক্তির উৎস বাড়বে| শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এই প্রকল্প রূপায়নের ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানা গেছে|