সোশ্যাল মিডিয়া যখন অপারগ

আজ আমার একটি পুরনো স্কুল ফ্রেন্ডের জন্মদিন, এককালে হলায় গলায় বন্ধুত্ব ছিল| কিন্তু স্কুল থেকে বেরিয়ে আলাদা হয়ে গেলাম| আলাদা আলাদা পড়াশোনা, একই শহরে থেকেও বেড়েছিল দূরত্ব| তবে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বন্ধুত্ব অটুট থাকলো| যেহেতু আজ জন্মদিন তাই কাল থেকেই ওকে ম্যাসেজ করে বিরক্ত করা শুরু করে দিয়েছিলাম| অফিস থেকে বাড়িতে ফিরে দেখি ও আমাকে হোয়াটসঅ্যাপে কিছু একটা ছবি পাঠিয়েছে| ছবিটা ডাউনলোড করতে গিয়ে দেখি বলছে ছবিটা ডাউনলোড করা যাবে না| ইতিমধ্যে মা সামনে চায়ের কাপ নিয়ে হাজির| সেটা তখন না খেলে মা রেগে যেত| আমি তাই আমার বান্ধবীকে একটি একটা ভয়েস ম্যাসেজ পাঠালাম যে ছবিটা ডাউনলোড করা যাচ্ছে না| তারপর তার পাঠানো উত্তর দেখে বড় মুশকিলে পড়লাম| সেও নাকি আমর পাঠানো ভয়েস ম্যাসেজটা ডাউনলোড করতে পারছিল না| তারপর সবার ম্যাসেজ আর স্ট্যাটাস দেখে বুঝলাম অসুবিধাটা শুধু আমার না সবার হচ্ছে| পরে জানতে পারলাম শুধু হোয়াটসঅ্যাপে না ফেসবুক আর ইনস্টাগ্রামেও লোকজন ছবি, ভিডিও বা কোনো ফাইল ডাউনলোড বা আপলোড করতে পারছে না

সাধারণ লোকজন উত্তেজিত হয়ে নানারকম স্ট্যাটাস দেওয়া শুরু করে দেয় এমনও কিছু  মেসেজ শেয়ার হয় ওই অল্প সময়ের মধ্যে যা রীতিমত খবরের নামান্তর, অথচ কোনো বৈধ যথার্থতা নেই সেই খবরে। 

 ...জানা যায় এই অসুবিধাটি গতকাল সন্ধ্যে থেকেই শুরু হয়| 

রাত ১২টা বাজতেই আমি আমার বান্ধবীকে ফোন করেই উইশ করি আর ম্যাসেজ ড্রপ করি তার হোয়াটসঅ্যাপ আর ফেসবুক-এ| কিন্তু সে  ছবি আপলোড করতে পারেনি

ভোর সাড়ে ৫টা নাগাদ এই সমস্যাটা সমাধান হয়, হোয়াটসঅ্যাপে ছবি স্ট্যাটাস দেওয়া যায়

ফেসবুক এর তরফ থেকেও জানানো হয় কোনো অজানা কারণে এই ব্যাঘাত ঘটে, কিন্তু আজ সকাল থেকে সবকিছু পুনরায় আগের মত চলতে শুরু করে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...