কখনও কুকুর আবার কখনও মৌমাছি, ম্যাচ চলাকালিন ক্রিকেট স্টেডিয়ামে এদের অনুপ্রবেশের ঘটনা খুব একটা নতুন নয়। সম্প্রতি, ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন দক্ষিষ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচে মৌমাছির আক্রমনে, কিছুক্ষনের জন্য বন্ধ থাকে ম্যাচ। তবে সোমবার এমন আরও একটি ভয়াবহ ঘটনা সাক্ষী ছিল বিজয়ওয়াড়া স্টেডিয়াম। কোনও কুকুর বা মৌমাছি নয়, মাঠে ঢুকে পড়ে আস্ত একটি সাপ।
রঞ্জি ট্রফির সূচী অনুযায়ী বিজয়ওয়াড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিধর্ব। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বিধর্ব। অন্ধ্র ব্যাট করতে নামার ঠিক আগেই, মাঠে অনুপ্রবেশ ঘটে সাপের, বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের খেলা। পরে, ‘গ্রাউন্ড স্টাফদের’ তৎপরতায় সাপটিকে মাঠের বাইরে বার করা হলে শুরু হয় খেলা। শেষ পাওয়া খবরে, চলছে অন্ধ্র প্রদেশের ইনিংস। হনুমা বিহারী ছাড়া তেমন ভাবে কেউই টিকতে পারে নি বিধর্ব-র বোলিংয়ের সামনে। তার ৮৩ রানের ওপর ভর করেই ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে অন্ধ্র। চলছে প্রথম ইনিংসের খেলা।