ট্রেনের খবর এবার এসএমএস সার্ভিসে

এখন থেকে আর ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষার প্রহর গুনে হবে না। ট্রেন ধরার টেনশনো পুরন হতে চলেছে। এখন থেকে এসএমএস-ই জানা যাবে ট্রেনের হাল হকিকৎ। গন্তব্যে পৌঁছানোর ২০ মিনিট আগে থেকেই অ্যালার্ট পাওয়া যাবে এসএমএস সার্ভিসে। রেল যাত্রীদের সুবিধার জন্য এই পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় রেল মন্ত্রক। বার্থ  কনফার্মেশন থেকে ট্রাভেল ডিটেলস সমস্ত কিছু জানা যাবে এসএমএসের মাধ্যমেই।

দ্য সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এই পরিষেবা দানে মুখ্য ভূমিকা পালন করছে।

শুধুমাত্র এসএমএস অ্যালার্ট সার্ভিস নয়, ট্রেন লেটে চলছে না রাইট টাইমে তাও জানা যাবে এক এসএমএসে। ট্রেন বাতিল এবং তার কোনও বিকল্প ব্যবস্থা করা হয়েছে কিনা সে বিষয়েও বিশদ তথ্য জানা যাবে।

সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় রেল সার্ভিসের এই নয়া ব্যবস্থার কথা জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘এই পরিষেবা চালু হলে ট্রেন সফর সহজ হবে।’

রেলে যাত্রীদের আসন সংরক্ষণ সংক্রান্ত  কোনও পরিবর্তন ঘটলে সফ্রের পাক্সচ দিন আগে জাইয়ে দেওয়া হবে এসএমএসের মাধ্যমে। টিকিটের পরিবর্তন হলেও এভাবেই তথ্য জানা যাবে।

যান্ত্রিক সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগের জেরে ট্রেন বাতিল হলে সে তথ্যও ফোনে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যাত্রীদের।

 

কীভাবে পাওয়া যাবে এই সুবিধা?

 

টিকিট বুকিং এবং আসন সংরক্ষণের সময় মোবাইল নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

আইআরটিসি’র ওয়েবসাইটে বুকিং-এও এই সুবিধা পাওয়া যাবে।

যাত্রীর মোবাইল ফোন নাম্বার এবং পিএনবি নাম্বার। দুই এর তথ্যই দিতে হবে এই সুবিধা পাওয়ার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...