শরীরের সাথে মনেরও ক্ষতি করছে ধুমপান, জানালো সমীক্ষা

 

আমরা সকলেই জানি, ‘স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ’!!!!!! অনেকেই বলেন, প্রচন্ড ডিপ্রেশনের সময় সিগারেটে একটা টান নাকি অনেক শান্তি দেয়| মুহূর্তের মানসিক শান্তি যে কিভাবে দীর্ঘকালীন সমস্যায় বদলে যাবে তা হয়তো সময় থাকতে ধরাও পড়বে না| এমনিতেই ধুমপানের ফলে হওয়া নানা সমস্যার সাথে আমরা সকলেই পরিচিত| তাই নতুন করে ধুমপানের ফলে শরীরের কি কি ক্ষতি হয় তা নিয়ে আলোচনার দরকার নেই| এই মুহূর্তে বিজ্ঞানীরা এই বিষয়ে জানিয়েছেন একটি নতুন তথ্য|

ফুসফুসের জন্য ক্ষতিকর সিগারেট যে আসলে মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর তা জানিয়েছেন বিজ্ঞানীরা| সম্প্রতি ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম ২,০০০ জন পড়ুয়ার উপর একটি সমীক্ষা করে| জানা গেছে, বিভিন্ন আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে বেছে নেওয়া হয়েছে এইসব পড়ুয়াদের| এই সমীক্ষায় দেখা গেছে, যেসব পড়ুয়া ধুমপান করছে তাদের মধ্যে দুই থেকে তিনগুন বেশি ক্লিনিকাল ডিপ্রেশনের হার বেশি সেইসব নন-স্মোকারদের থেকে| তাদের এই সমীক্ষা ‘পলস ওয়ান’ নামক একটি জার্নালে প্রকাশিত হয়| জানা গেছে, যারা ধুমপান করেন না তাদের থেকে অন্তত ১৪ শতাংশ বেশি মানুষ ডিপ্রেশনের শিকার| বেলগ্রেড ইউনিভার্সিটিতে করা সমীক্ষা অনুযায়ী এই নম্বর দাঁড়িয়েছে ১৬ শতাংশে|

বিজ্ঞানীরা জানিয়েছেন, যারা ধুমপান করেন তাদের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ অধিকভাবে দেখা যায়| এদের ক্ষেত্রে মেন্টাল হেলথ স্কোর ধীরে ধীরে কমতে শুরু করে| হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম এর প্রফেসর লেভিন জানিয়েছেন, তাদের এই গবেষণা ধুমপানের সঙ্গে মানসিক স্বাস্থ্য কতটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত রয়েছে ভবিষ্যতে তা প্রমান করবে, আশা সকল বিজ্ঞানীর|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...