দিল্লীর দুষণ মাত্রা কমাতে, সরকারের তরফ থেকে যে ‘স্মগ টাওয়ার’ তৈরীর কাজ শুরু হয়েছিল তা শীর্ঘ শেষ করার আদেশ দিল সুপ্রিম কোর্ট।‘স্মোগ টাওয়ার’ হল একটি বায়ু পরিশোধিত যন্ত্র, যা বায়ু দূষণ আটকাতে সাহায্য করে। যখনই দূষিত বায়ু টাওয়ারের তিন কিলোমিার পরিসরের মধ্যে প্রবেশ করে, তখন টাওয়ারে লাগানো এয়ার পিউরিফায়ারগুলি সেই বায়ু পরিষ্কার করে, বিশুদ্ধ বায়ু প্রদান করে।
এর আগে চীনের বেজিং ও জিয়ান শহরে এই ‘স্মগ টাওয়ার’ নির্মাণ করা হয়েছে। বিজ্ঞান মতে, উচ্চতায় ৪০ ফুট ও আয়তনে ২০ফুটের এক একটি টাওয়ার দিনে ৩২ হাজার কিউবিক মিটার বায়ু পরিষ্কার করতে পারে, তার মানে এই টাওয়ারে আয়োত্তে থাকা প্রায় ৭৫ হাজার দিল্লীবাসীরা প্রতিদিন বিশুদ্ধ অক্সিজেন নিতে পারবে।
এছাড়াও বায়ু দূষণের একক ১০ পিএম ও ২.৫ পিএম-র মাত্রাকেও ৯৯.৯৯ শতাংশ কমিয়ে দিতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। তাই দিল্লীর মত জনবহুল শহরের মানুষের কথা মাথায় রেখে ২০১৮ সালের মাঝামাঝি-তে এই প্রকল্পের কাজ শুরু করে দিল্লী সরকার। প্রাথমিকভাবে ১০ মাসের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত করা যাবে বলে জানান নির্মাণকারী সংস্থা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পরেও এখনও এই নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ায়, তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার আদেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত।