ক্রিকেট জীবনে অবিস্মরণীয় অবদানের জন্য, মেলবোর্ণ ক্রিকেট ক্লাবের আজীবন সম্মানীয় সদস্যপদের অধিকারী হলেন দক্ষিন আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। মাত্র ২২বছর বয়সে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহন করেন তিনি। দীর্ঘ ১২ বছরের ক্রিকেট কেরিয়ারে খেলেছেন ১১৭ টি টেস্ট, করেছেন ৯২৬৫ রান যা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের তৃতীয় অধিক রান। ঝুলিতে রয়েছে ২৭টি শতরান ও ৩৮টি অর্ধশতরান।
২০০৪ সালে উইসডেন ‘ক্রিকেটার অফ দি ইয়ার’ সম্মানে ভূষিত হন তিনি। ২০০৮ সালে অনার্স বোর্ডের দ্বিতীয় স্থানের অধিকারী হন তিনি, যখন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় হারতে বসা টেস্ট ম্যাচে শতরান করে ড্র করেন স্মিথ।
ওডিআইতেও বেশ উজ্বলময় কেরিয়ারে অধিকারী তিনি। প্রায় ২০০টি ওডিআই খেলে করেছেন ৬৯৮৯ রান, যাতে ৪৭টি অর্ধশতরান ও ১০টি শতরান আছে তাঁর।
অধিনায়ক হিসাবেও বেশ গৌরবময় কেরিয়ারের অধিকারী তিনি। তিনিই একমাত্র অধিনায়ক যাঁর ৫০-র অধিক টেস্ট ম্যাচ জেতার রেকর্ড আছে, ছাপিয়ে যান রিকি পটিংয়ের ৪৮টি টেস্ট জয়ের রেকর্ড। তাছাড়াও তিনিই একমাত্র অধিনায়ক যিনি জাতীয় দলের হয়ে ১০০টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
স্মিথের পাশাপাশি অজি স্পিনার টিম মে-ও এমসিসি-র আজীবন সম্মানীয় সদস্যপদের অধিকারী হয়েছেন। এর আগে এই সম্মানে সম্মানিত করা হয় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক পল কলিংউড, দক্ষিন আফ্রিকার বিধ্বংসী হিটার এবি ডিভিলিয়ার্স ও আদ্রিয়ান মর্গান।