সবচেয়ে লম্বা চুল করে বিশ্বরেকর্ড করল উত্তরপ্রদেশের স্মিতা!

সব মেয়েদের একটা ইচ্ছে থাকে। লম্বা চুল চাই। এবার বিশ্বে সবচেয়ে লম্বা চুল করে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের এক মহিলা। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। তিনি ৪৬ বছর বয়সী স্মিতা শ্রীবাস্তব। মাথায় ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রয়েছে তাঁর।

জানা গিয়েছে ১৪ বছর বয়স থেকে চুল বড় করা শুরু করেছেন তিনি। এই চুল বড় করার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন স্মিতার মা। তবে, শুধু স্মিতার মা নন, ১৯৮০ দশকের লম্বা চুলের ভারতীয় অভিনেত্রীরাও ছিলেন তাঁর অনুপ্রেরণা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই মহিলারা চুল বড় করতেন। লম্বা চুল মহিলাদের সৌন্দর্য বাড়ায়।’

কিভাবে চুল পরিচর্যা করতেন রোজ? এই বিষয়ে স্মিতা আরও জানিয়েছেন যে সপ্তাহে দু’‌বার নিজের চুল ধুয়ে নেন। এরপর তোয়ালে দিয়ে জড়িয়ে নেন। তবেম, যেহেতু তিনি লম্বা তাই বিছানায় দাঁড়িয়ে তোয়ালে থেকে চুল শুকিয়ে নেন এবং স্টালিং করতে হলেও এইভাবেই করেন।

রেকর্ডের জন্য নাম দিয়েই স্মিতা বলেছিলেন যে "ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন।"

সোশাল মিডিয়ায় স্মিতা একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেই ভিডিয়ো 3.9 লক্ষেরও বেশি মানুষ দেখেছে এবং সেটা আরও বাড়ছে। এছাড়া পোস্টটিতে ২০,৫০০টিরও বেশি লাইক এবং কমেন্টস এসেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...