এই মুহুর্তে মানুষের সবচেয়ে দরকারী জিনিসপত্রগুলোর মধ্যে প্রধানতম স্মার্টফোন। এক মুহুর্তও যাকে ছাড়া চলে না আমাদের। কিন্তু রাস্তায়, বাড়িতে ও অফিসে ফোন ব্যবহার করার সময় অসংখ্য জীবাণু বাসা বাঁধছে মোবাইলের ডিসপ্লে স্ক্রিনে। আর যখন এই মোবাইল মানুষের ত্বক স্পর্শ করছে তখন মানুষের শরীরেও লেগে যাচ্ছে এই জীবাণু। একটি গবেষণায় জানা গিয়েছে, টয়লেট সিটের চেয়েও বেশি নোংরা হতে পারে একটি মোবাইল। তবে শুধু মাত্র জীবাণু নয়, তার সঙ্গে অসংখ্য ধূলিকণা স্পিকারের অংশ দিয়ে মোবাইলের ভিতরে ঢুকে যায়। একভাবে এমন হলে মোবাইলের সার্কিটে সমস্যা দেখা দিতে পারে।
কীভাবে পরিছন্ন রাখবেন আপনার স্মার্টফোন
স্মার্ট ফোন ক্লিন করার আগে সবচেয়ে প্রথমে হ্যান্ডসেটটিকে সুইচড অফ করতে হবে। কোনওভাবে কোনও প্লাগ পয়েন্টের সঙ্গে সংযুক্ত যেন না থাকে।
মোবাইল পরিষ্কার করার জন্য আইসোপ্রোফিল অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে। কখনই জোরে জোরে ঘষবেন না।
নরম কাপড়, তুলো বা টুথপিক আইসোপ্রোফিল অ্যালকোহলে ভিজিয়ে সেটা দিয়ে পরিষ্কার করতে হবে। সরাসরি ফোনের স্ক্রিনে স্প্রে করা যাবে না।
যদি তুলো বা কাপড় ব্যবহার করেন খেয়াল রাখবেন, যাতে সেটি খুব ভিজে না থাকে।
মোবাইল ফোন পরিষ্কার করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কোনও তরল পদার্থ স্পিকার বা হেড ফোন জ্যাকের পোর্ট দিয়ে মোবাইলের ভিতরে না প্রবেশ করে। তাহলে লিকুইড ড্যামেজ হওয়ার সম্ভবনা রয়েছে।
মোবাইলের স্ক্র্যাচ বা দাগ মোছার জন্য ম্যাজিক ইরেজার বা গ্ল্যাস পলিশ ব্যবহার করা যেতে পারে। মোবাইল ছাড়া মোবাইলের ব্যাক কভার ও হেড ফোন জ্যাক পরিষ্কার করা যাবে এভাবেই।
নির্দিষ্ট সময়ান্তরে ফোনের পিছনের ব্যাক কভার বা কেস খুলেও চারধারে জমে থাকা ধুলো পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
১০০ শতাংশ অ্যালকোহল বেসড ক্লিনিং প্রোডাক্ট কখনই ব্যবহার করবেন না
ফোন ক্লিন করার সময় পেপার টাওয়েল ব্যবহার করা উচিত নয়
প্রতিদিন ফোন পরিষ্কার করা অত্যন্ত ভাল অভ্যাস। কিন্তু যদি একান্তই সময় না থাকে তাহলে অন্তত একদিন অন্তর পরিষ্কার করা উচিত।