Small Village of India: দেশের সবচেয়ে ছোট গ্রামের নাম কী? নাম জানলে আপনি হা হয়ে যাবেন

আমাদের ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সারা পৃথিবীর প্রায় ১৭.৭৮ শতাংশ জনসংখ্যা রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। কিন্তু আপনি কী জানেন এই বিরাট জনসংখ্যার দেশের সবচেয়ে ছোট গ্রামের নাম কী? সেই গ্রামের মোট জনসংখ্যাই বা কত? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ তথ্য।

 

হাইলাইটসঃ
১। ভারতে ৬ লক্ষেরও বেশি গ্রাম রয়েছে
২। ভারতের সবচেয়ে ছোট গ্রামের নাম কী?
৩। এর মোট জনসংখ্যা মাত্র ২৮৯ জন

বর্তমানে ভারতে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন গ্রাম রয়েছে। জানলে অবাক হবেন, ভারতে ৬ লক্ষেরও বেশি গ্রাম রয়েছে, যেখানে বসবাস করে দেশের জনসংখ্যার প্রায় ৭২.২ শতাংশ মানুষ। আর এরই মাঝে রয়েছে ভারতের সবচেয়ে ছোট গ্রাম, যার নাম শুনলে আপনি ‘হা’ হতে বাধ্য।

এই গ্রাম অবস্থিত অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় এবং আক্ষরিক ভাবেই এই গ্রামের নাম ‘হা।’ হ্যাঁ, এই অদ্ভুদ নামের গ্রামটিই ভারতের সবচেয়ে ছোট গ্রাম। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি আদিবাসী গ্রাম। এখানে মোট ৫৮টি পরিবার রয়েছে, যার মোট জনসংখ্যা ২৮৯ জন। যার মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১৫১ জন মহিলা রয়েছেন। এই গ্রামের প্রদান আকর্ষণ হল প্রাকৃতিক সৌন্দর্য, মেঘনা গুহা, কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং আরও অনেক কিছু। প্রতি বছর অনেক পর্যটকরা এখানে আসেন প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...