ঘুমাতে কার না ভালো লাগে বলুন? কিন্তু কাজের চাপে অনেকসময়েই পর্যাপ্ত ঘুম হয়না| কিন্তু চাকরিই যদি হয় ঘুমের তাহলে কেমন হয়? সম্প্রতি জানা গেছে, ভারতের একটি স্টার্ট আপ ম্যাট্রেস কোম্পানি যেইসব মানুষ ঘুমাতে খুব পছন্দ করেন তাদের জন্য একটি ইন্টার্নশিপের ব্যবস্থা করেছেন| জানা গেছে, একটি ম্যাট্রেস কোম্পানির তরফ থেকে শর্ত রাখা হয়েছে, প্রতি রাতে ৯ ঘণ্টা করে ঘুমালেই হতে পাওয়া যাবে ১ লক্ষ টাকা| সংস্থাটি আবেদনকারীদের জন্য একটি স্লিপ ইন্টার্নশিপ ২০২০-র বিজ্ঞাপন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে|
এই পদে আবেদনকারীদের জন্য কিছু সহজ শর্ত রাখা হয়েছে| কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই পদে আবেদন করতে হলে সেই ব্যক্তির ঘুমের প্রতি অতিরিক্ত প্যাশন থাকতে হবে| খুব সহজেই ঘুমিয়ে পরার ক্ষমতাও বর্তমান থাকতে হবে| সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই চাকরির ড্রেস কোড হলো পায়জামা!
এই সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতিসপ্তাহের প্রতিদিন রাতে ৯ ঘণ্টা, এইভাবে মোট ১০০ দিন পার করতে হবে অংশগ্রহণকারীকে| সম্পূর্ণ ব্যাপারটি সম্পন্ন হলেই অংশগ্রহণকারীর হাতে বৃত্তির মূল্য হিসেবে ১ লক্ষ টাকা তুলে দেওয়া হবে| সংস্থার পক্ষ থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, তারা তাদের সংস্থার জন্য এমন কিছু মানুষ খুঁজছেন যাদের জীবনে ঘুমই প্রথম প্রায়োরিটি| দিনদিন প্রতিযোগিতার কারণে যেভাবে মানুষের জীবন থেকে ঘুম কবে যাচ্ছে তা তুলে ধরাই মূল লক্ষ্য এই সংস্থার| একজন মানুষের সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজনীয়তা কতটা তা বোজানোর জন্যই এমনসব মানুষদের নেওয়া হচ্ছে যাদের জীবনে ঘুমের প্রায়োরিটি সবার আগে| এইসব ইন্টার্নদের ঘুমের প্যাটার্ন ট্র্যাকও করা হবে|এর ফলে এই সংস্থা বুঝতে পারবে ইন্তারদের আগের ও পরের ঘুমের মধ্যে কোনো তফাত আছে কিনা| এই ঘুমের পিছনে তাদের কোম্পানির ম্যাট্রেসের অবদানটিও তারা যাচাই করে নিতে চাইছেন|