চড়-চাপড়েই জেল্লাদার

ত্বকের যত্ন নিতে কে না চায় বলুন। সকলেই চায় তাদের ত্বককে সুন্দর টানটান এবং মাধুর্যে পূর্ণ করে রাখতে। তার জন্য নিয়মিত পার্লার যাওয়া থেকে শুরু করে ঘরোয়া নানা উপায় ট্রাই করা সবটাই করা হয়। আজ মুখে ব্যাসন লাগাচ্ছি তো কাল পার্লারে গিয়ে ফেসিয়াল করছি। ত্বকের যত্নের পিছনে হাতখরচের টাকা খরচ করতেও আমরা পিছপা হইনা। কিন্তু তার থেকেও সহজ একটি পদ্ধতি রয়েছে ত্বকের যৌবন ধরে রাখার জন্য। চলুন আজ সেটা নিয়েই আলোচনা করা যাক..........

 

ত্বকের যত্নের জন্য আমরা প্রচুর টাকাপয়সা খরচ করলেও একদম বিনাপয়সায় কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় ভেবে নিন। জানা গেছে, ত্বকের মধ্যে স্ল্যাপিং এবং ড্যাবিং পদ্ধতিতে মালিশ করলে উপকার অনেক বেশিমাত্রায় পাওয়া যায়। স্ল্যাপিং শুনেই বুঝতে পারছে এখানে মারধরের প্রসঙ্গ কিছুটা আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন।চড় মেরেই ফেরানো হবে এবার ত্বকের সৌন্দর্য্য। না না, এই কথা আমি বা আপনি বলছি না। এই কথা বলছে তাবড় তাবড় ডার্মাটোলজিস্টরা। তারা জানাচ্ছেন, ত্বকে ক্রিম বা ঐ জাতীয় জিনিস মাখার সময় হালকা হাতে চাপড় মারতে হবে এবং ড্যাবিং পদ্ধতিতে মালিশ করতে হবে। ড্যাবিং পদ্ধতির অর্থ হলো ত্বকে হালকা হাতে ট্যাপ করা। এই পদ্ধতিতে মালিশ করার ফলে ত্বক থেকে তেল নিঃসরণ হতে থাকে। এর ফলে ড্ৰাই স্কিনের সমস্যা যেমন কমে তেমনই ত্বকে জেল্লা ফিরে আসে। স্কিন এক্সপার্টদের কথা অনুযায়ী, ত্বকের কিছু কিছু জায়গায় অত্যধিক প্রেসার দেওয়ার প্রয়োজন পড়ে। কোরিয়ান বিউটিরা মনে করেন, ত্বকে জোরে মারার ফলে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। তার সাথে ত্বকের এনার্জি লেভেল বাড়াতেও এই পদ্ধতির যথেষ্ট ভূমিকা রয়েছে। কোনো একটি ওয়েবসাইট এই পদ্ধতিটির কথা প্রকাশ্যে আনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। কেউ এর সপক্ষে কথা বলে তো কেউ বিপক্ষে। চিকিৎসকেরা জানান, পদ্ধতিটির বিজ্ঞানসম্মত দিক বজায় থাকলেও এইজাতীয় পদ্ধতি ব্যবহারে অখুশি তাঁরাও। তাঁরা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় এইজাতীয় পদ্ধতির কথা জানাজানি হতে না হতেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। বলা হয়, এইভাবে ত্বকে হালকা হাতে মারার ফলে কোলাজেন তৈরী হয় যা ত্বককে নরম ও সাপল করতে সাহায্য করে থাকে। স্কিন এক্সপার্টরা জানাচ্ছেন, এই পদ্ধতি উপকার সত্যিই দেয় যদি তা সঠিক নিয়মে করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে চড়টি এমনভাবে মারতে হবে যাতে অপরজনের ব্যথা না লাগে অর্থাৎ চড়ের জায়গায় ড্যাব করতে হবে। আমেরিকার একটি বিউটি পার্লার এই পদ্ধতিতে ইতিমধ্যেই ট্রিটমেন্ট করা শুরু করে দিয়েছে। ত্বক থেকে বলিরেখা কমাতে এই পদ্ধতির ব্যবহার করছে এই পার্লার।   

বহু মানুষ ইতিমধ্যে ট্রাই করতে শুরু করেছেন এই প্রক্রিয়াটি। এই পদ্ধতিটির একটি সুবিধা রয়েছে। কি বলুন তো? হয়তো আপনি নিজে ব্যস্ত রয়েছেন তখন আপনি আপনার বর, বান্ধবী কিংবা মাকে ডাকতে পারেন আপনাকে সাহায্য করার জন্য। অন্য সময় রূপচর্চা করার জন্য কারোর সাহায্য না মিললেও এই ক্ষেত্রে তো নিশ্চপই মিলবে। আফটারঅল চড় মারা তো যাবে। তবে সাবধান কারোর উপর রাগ থাকলে আবার এই পদ্ধতির সুযোগ নিয়ে নেবেন না যেন....................

এটা শেয়ার করতে পারো

...

Loading...