Skalzang Rigzin: না ছিল কোনও শেরপা, না ছিল কোনও অক্সিজেন সিলিন্ডার, একাই এভারেস্টের শীর্ষে ভারতের স্কালজাং রিগজিন!

সঙ্গে নেই কোনও শেরপা, নেই কোনও অক্সিজেন সিলিন্ডার। তিনি একাই জয় করেছেন সর্বোচ্চ শৃঙ্গের পথ! বৃহস্পতিবার ভোরে একাই এভারেস্টের (৮৮৪৮ মিটার) শীর্ষে আরোহণের কৃতিত্ব অর্জন করলেন লে-র এক বাসিন্দা। তিনি হলেন ৪২ বছরের স্কালজাং রিগজিন। জানা গিয়েছে এদিন স্থানীয় সময় ভোর সাড়ে ৪টে নাগাদ এভারেস্টের সামিটে একা পৌঁছন তিনি।

১৯৮৪ সালে, অক্সিজেন ছাড়াই সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছনো প্রথম ভারতীয় ছিলেন ফু দোরজে শেরপা। তারপর ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন লাদাখের রিগজিন। এর আগে, ২০২২ সালে শেরপা ও অক্সিজেন সিলিন্ডার ছাড়া অন্নপূর্ণা (৮০৯১ মিটার, দশম উচ্চতম) এবং লোৎসের (৮৫১৬ মিটার, চতুর্থ উচ্চতম) সামিটে পৌঁছেছিলেন তিনি, যা ভারতীয় হিসেবে প্রথম।

গত বছরে এভারেস্ট-লোৎসেজয়ী, ভারতীয় সেনাবাহিনীর মেজর চিরাগ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এবছর ধৌলাগিরি অভিযানে তাঁর সঙ্গী ছিলেন রিগজিন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রুটই খোলা যায়নি এবার। এর পরেই এভারেস্টে যান রিগজিন।

তিনি আরও জানিয়েছেন যে গত কয়েক দিন এভারেস্টে অত্যাধিক ভিড় ছিল। ফলে, এত ভিড়ে অক্সিজেন ছাড়া এগোনো খুবই বিপজ্জনক। আর তাই রিগজিন ক্যাম্পে ২তে বসে অপেক্ষা করেছে। তারপরে মঙ্গলবার সেখান থেকে ক্যাম্প ৩ যায়। এরপর বুধবার বিকেলের দিকে ক্যাম্প ৪ থেকে সামিটের দিকে যাত্রা করে। আবার এদিনই রিগজিন ক্যাম্প ২-তে নেমে এসেছেন।

এবারের এভারেস্ট মরশুমে বাংলা থেকে যাওয়া, হুগলির সবিতা মাহাতো অসুস্থতার কারণে ৮৫০০ মিটার থেকে ফিরতে বাধ্য হয়েছেন। এছাড়াও অপর বাঙালি অভিযাত্রী, বাংলাদেশের চিকিৎসক-পর্বতারোহী বাবর আলি গত ১৯ এবং ২১ মে যথাক্রমে এভারেস্ট এবং লোৎসের সামিট ছুঁয়েছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...