আবুল বাশারের 'ভোরের প্রতিশ্রুতি' অবলম্বনে 'সিতারা' বানিয়েছেন পরিচালক আশিস রায়। ছবির শুভমুক্তি ১৯ জুলাই। গল্পের কেন্দ্রে রয়েছে সিতারা নামের এক বাংলাদেশী গৃহবধূ। সে বাংলাদেশের বর্ডার পেরিয়ে ভারতে ঢুকতে চায়। সঙ্গে অবশ্য তার স্বামী জীবন শেখ ও তাদের কন্যাও রয়েছে। জীবন শেখ সিতারাকে এক স্মাগলারের কাছে বিক্রি করে দেয়। সিতারার বাবা এবং দাদাও জীবনের সঙ্গে হাত মেলায় তাদের ব্যক্তিগত স্বার্থে।
সিতারারও জীবন শুরু হয় স্মাগলার হিসেবে। এরপর জনৈক দিলু প্রেমে পড়ে সিতারার। কদিন পরে মানব নামে এক সমাজসেবীর প্রেমে পড়ে সিতারা। দুজনে হাত মিলিয়ে সমাজ সেবামূলক কাজ করে। এরপর মানব রাজনৈতিক মহলে প্রতিষ্ঠিত হয়ে কলকাতার এক ধনী ঘরের মেয়েকে হিয়ে করে। হারিয়ে যায় সিতারা। এরপর কোন দিকে ছুটবে সিতারার জীবন? জানা যাবে ১৯ জুলাই।
সিতারার চরিত্রে রাইমা সেন। মানবের চরিত্রে সুব্রত দত্ত। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাসের, মেঘনা নাইডু, মাসুদ আখতার, জাহিদ হাসান সহ আরও অনেকে।
ছবির সঙ্গীত পরিচালক কালিকাপ্রদাদ ভট্টাচার্য এবং ইমন সাহা। গান গেয়েছেন বৃষ্টিলেখা নন্দিনী, ঋষি চক্রবর্তী সহ আরও কয়েকজন। কলকাতা সহ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, বেঙ্গালুরুতে একই দিনে মুক্তি পাচ্ছে 'সিতারা'।