এই প্রথমবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল পৌষমেলা উৎসব, কেমন হল এই অনুষ্ঠান?

শীতকাল আসা মানেই পৌষ উৎসবে মেতে ওঠা। বীরভূমের শান্তিনিকেতনে হয় পৌষ মেলা। এই বছরেও হয়েছে। তবে, এখন শুধু শান্তিনিকেতন নয়, কলকাতা শহরের বিভিন্ন এলাকাতেই হয় পৌষ উৎসব।

এই প্রথম পৌষ মেলা অনুষ্ঠানের উদ্যোগটি নিয়েছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। সেই অনুষ্ঠান চলেছিল ১৩ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত। এই তিনদিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে মেলার উদযাপনের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে। বাউল গান থেকে শুরু করে আকর্ষণীয় লাইভ গ্রাফিটি, রায়বেশে, পদাবলী কীর্তন, ছৌ-নাচ, সুস্বাদু পিঠা-পুলি সবকিছুই ছিল এই অনুষ্ঠানের মাঝে। সমস্ত আগত মানুষদের মন কেড়েছে সেই অনুষ্ঠান।

 

জানা গিয়েছে যে ১৩ই জানুয়ারি, শনিবার বিকেল ৩টে থেকে এই পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ডঃ বরুণ কুমার চক্রবর্তী, নৃত্যশিল্পী অমিতা দত্ত, সাহিত্যিক প্রচেত গুপ্ত, স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ, বাউল সম্রাট পূর্ণ দাস বাউল, পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীতশিল্পী শান্তনু রায়চৌধুরী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

মেলার প্রথম বছরে বিশ্ববিদ্যলয়ের আচার্য্য সত্যম রায়চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন," আমরা ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করতে পেরেছি বলে আনন্দ হচ্ছে। ১৩০ বছর আগে দেবেন্দ্রনাথ ঠাকুর পৌষমেলা শুরু করেছিলেন। আমি চাইব এসএনইউয়ের এই উৎসবও যেন শতবর্ষে পৌঁছয়।"

মেলা উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা কুলো দিয়ে ২৫ ফুট লম্বা একটি পেঁচা তৈরি করেছেন যা মূল আকর্ষণ হয়ে উঠেছে মেলার।

এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৩৭টি স্টল দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পিঠেপুলি, হরেক রকমের মিষ্টি থেকে শুরু করে হস্তশিল্পের সম্ভার।

এই মেলা চলছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নিউ টাউন ক্যাম্পাস প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...