প্রকৃতি সর্বদা নিজের নিয়মে চলে, রুষ্ট প্রকৃতি কখন নিজের রূপ দেখাবে সে এক মাত্র ভগবান জানেন। সমুদ্রের ওপর গভীর নিম্নচাপ আসা বা ঘূর্ণিঝড়ের আগমন এই ধরণের প্রাকৃতিক বিপর্যয় বিশ্বের প্রায় সব জায়গায় ঘটে থাকে। তাই প্রাকৃতিক বিপর্যয় হয় এমন জায়গা গুলিতে মানুষের সর্বদা সচেতন থাকা দরকার। এছাড়াও দরকার স্থানীয় আবহাওয়াবিদদের দায়িত্ব নিয়ে পূর্বাভাস দেওয়া। কারণ প্রাকৃতিক বিপর্যয় আসার আগাম সূচনা বার্তা উপগ্রহ মারফত পাওয়া মাত্রই আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে রেড এলার্ট ঘোষণা করে থাকে।
যেমন আবহাওয়াবিদরা সামুদ্রিক বিপর্যয় এর আগাম কিছু আভাস পেলে প্রথমেই মাঝিদের Public Address System মেশিন এর মাধ্যমে সতর্ক করে দেন। এর পর রেডিও, টেলিভশন মারফত সেই দফতর মানুষজনকে বার্তা দিয়ে থাকে। যেমন - জম্মু ও কাশ্মীর, তামিল নাড়ু, অসম, গুজরাট এই সব স্থানে বড়ো ধরণের বিপর্যয় আসার আগেই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন মিডিয়াম এর মাধ্যমে সেই স্থানের মানুষ জনকে আগাম সতর্ক করেছিল। যাতে বিপদ যতটা সম্ভব কমানো যায় বা মানুষ জনক সচেতন করা যায়।
এবার থেকে গঙ্গায় বান আসা ঠেকাতে আগাম সতর্ক বার্তা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ| Public Address System মেশিন এর সাহায্যে এই কাজটি করা সম্ভব হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। Public Address System (PA system) হলো এমন একটি মেশিন যার মাধ্যমে ওই এলাকার মানুষ জনকে বিশেষ বার্তা দেওয়া হয়। বান অথবা জোয়ার আসার আগেই মানুষজনকে এই বার্তার মাধ্যমে সতর্ক করে দেওয়া হবে। যাতে তারা আগে থেকেই সাবধান হয়ে যেতে পারে।
কলকাতার আশেপাশে যত শ্মশানঘাট গুলি রয়েছে তাতে প্রায়ঃশই কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই থাকে গঙ্গায় ডুবে অনেক মানুষ মারা যায়। যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্যই কলকাতা পুলিশ-এর এই অভিনব উদ্যোগ। একই সঙ্গে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে বোঝা যাবে ওই সময়ে কোথাও কেউ গঙ্গায় তলিয়ে যাচ্ছেন কি না, তৎক্ষণাৎ ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের উদ্যোগ নিতে পারবে| কলকাতা পুলিশ ইতিমধ্যেই জায়গা চিহ্নিতকরণ করে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে।
তবে কলকাতা পুলিশ এর পক্ষ থেকে সাধারণ মানুষকে দুর্ঘটনা এড়ানোর বিভিন্ন পন্থা শিখে রাখার পরার্মশ দেওয়া হয়েছে। যেমন অনেক সময় গঙ্গার জল একদম কমে যায় -অর্থাৎ বিপদের সংকেত - বান আসার আগে গঙ্গার জল একেবারে কমে যায়, গঙ্গা খুব শান্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতি লক্ষ্য করলে মানুষ জনকে জলের আশেপাশে না থেকে সুরক্ষিত জায়গায় চলে যেতে বলা হয়। কিন্তু মনে করা হচ্ছে, নতুন এই পদ্ধতির মাধ্যমে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে।