১৯৩৪ সালে জুলাই মাসে ম্যাড্রাস বনাম মাইসোরের খেলা দিয়ে শুরু হয়েছিল রঞ্জি ট্রফি।তার পর থেকে এখনো পর্যন্ত ভারতের একটি ঐতিহ্যশালী টুনার্মেন্ট হল এই রঞ্জিট্রফি। ৮৩ বছরের ইতিহাসে ৪৩ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। ১৯৫৮ থেকে ১৯৭৩ সাল এই দীর্ঘ ১৫ বছরে মুম্বাইতেই থেকে গেছে ট্রফি। তবে এই টুর্নামেন্ট যার নামে, সেই স্যার রঞ্জিত সিংজি ভিভাজি জাদেজা স্বয়ং ছিলেন একজন ক্রিকেটের অবতার। ইংল্যান্ডের হয়ে খেললেও ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। আন অর্থডক্স ব্যাটিংয়ের জন্য তাঁর খ্যাতি প্রচুর।ফ্রন্টফুটের থেকে বেশি পছন্দ করতেন ব্যাকফুটে খেলা, সে ডিফেন্স হোক বা অ্যাটাক। ক্রিকেটের এক অনবদ্য টেকনিক ‘লেগ গ্লান্সের’ সৃষ্টিকর্তা এই ব্যাটসম্যান| ক্রিকেট দুনিয়ায় এনেছিলেন এক নয়া মোড়। প্রখ্যাত লেখক নেভিল কার্ডাস তাঁকে ‘দি মিডসামার নাইটস ড্রিম অফ ক্রিকেট’ বলেও সম্বোধন করেন।১৮৭২ সালে আজকের দিনেই রাজপরিবারে জন্মেছিলেন স্যার রঞ্জিত সিংজি । তাঁর ১৪৭ তম জন্মদিনে জিয়ো বাংলার রফ থেকে জানাই অনেক অনেক শ্রদ্ধা।