নাক সর্দিতে বন্ধ। প্রচন্ড মাথার যন্ত্রণা। কপালের সামনের অংশ থেকে ব্যথা ছড়িয়ে যায় নাকের আশেপাশে। মরসুম বদলের সময় এ অতি চেনা সমস্যা। অনেক ক্ষেত্রেই এই সমস্যা হয়ে ডা
আমাদের মুখমন্ডল ও মস্তিষ্কের হাড়কে হালকা রাখার জন্য মাথার খুলির চারপাশে কিছু বায়ু কুঠুরি আছে। তাদের সাইনাস বলে। সেখানে প্রদাহ হলে তাকে বলা হয় সাইনুসাইটিস।
ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে এই প্রদাহ হয়ে থাকে। এছাড়াও নাকে আঘাত পাওয়া, অ্যালার্জি, ঠান্ডা লাগা, ধুলোবালি, নাকের বাঁকা হাড়, নাকে টিউমার ইত্যাদি এ রোগের প্রকোপকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ঠাণ্ডা লাগা, নাকের পলিপ, নাক দিয়ে ক্রমাগত জল পড়া, অ্যালার্জি, ভাইরাল-ব্যাক্টেরিয়াল ইনফেকশন ইত্যাদি যখনই নাক ও কপালের সাইনাসের ভিতরের অংশগুলোকে বন্ধ করে দেয়। এছাড়া নাকের ড্রেনেজ অংশে কোন সমস্যা থাকলেও সাইনুসাইটিসের সমস্যা দেখা দিতে পারে।
সাইনুসাইটিস অতি যন্ত্রণাদায়ক। সারাক্ষণ ব্যথা হয়। ঝুঁকে কাজ করলে আরও বেড়ে যায় সেই ব্যথা। সকালে ঘুম থেকে উঠলে অনেক সময় দেখা যায় ব্যথা আরও বেড়ে গিয়েছে। সাইনসাইটিসের কারণে বেশীরভাগ সময় রোগী খাবারের স্বাদ ও ঘ্রাণ বুঝতে পারে না। অনেক সময় রোগীকে অস্থির , বিমর্ষ এবং কাজের প্রতি অনীহা লক্ষ্য করা যায়।
অনেক সময় ঘরোয়া চিকিৎসায় সেরে যায়, কিন্তু নাকের হাড় বেড়ে যাওয়া বা নাকের ভিতর পলিপ থাকলে সাইনুসাইটিসের সমস্যা একটু জটিল হয়ে যায়, তখন অস্ত্রপ্রচার প্রয়োজন হয়ে পড়ে। সাইনুসাইটিসের সংক্রমণ অনেক সময় চোখেও প্রভাব ফেলে।
আনন্দলোক হসপিটালের ইএনটি বিভাগে চিকিৎসার জন্য তথ্য পাবেন চিকিৎসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং হেল্পলাইনে।