সিংহী পার্ক | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

প্রাচীন বাংলার বিভিন্ন লোকশিল্পে-র এক শিল্প হল পটচিত্র। প্রাচীনবাংলার এক অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। প্রাচীনকালে যখন কোন রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিলনা তখন এই পটশিল্পই ছিল বাংলার শিল্পকলার ঐতিহ্যের ধারক ও বাহক। যা বর্তমানে প্রায় বিলুপ্তির মুখে।

তাই বর্তমান প্রজন্মকে এই শিল্পের সাথে আরও একবার পরিচিতি ঘটাতে এগিয়ে এল সিংহী পার্কজিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন তারা। উপস্থিত ছিলেন পূজা কমিটির দুই সম্পাদক তাপস মুখার্জীরুপম কান্তি ঘোষ আর তাদের সাথে ছিলেন সিংহী পার্কের থিম শিল্পী মিঠুন দত্ত

সঞ্চালক শ্রেষ্ঠা-র সাথে পুজোর আড্ডায় জেনে নিলাম তাদের পুজোর ব্যাপারে। ৭৮তম বর্ষে পদার্পন করল সিংহী পার্কের পুজো।  সাধারণত যে সকল পূজা কমিটি-রা থিমের পুজো করে থাকেন তাদের থেকে একটু আলাদা সিংহী পার্ক। তার কারণ অনান্য পূজা কমিটি থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরী করে, আর এনারা প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে থিমের ভাবনা চিন্তা করে থাকেন, এমনটাই জানান সদস্যদের মধ্যে একজন।

দ্বিতীয়া-এ উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের ২০১৯ শারদোৎসবের পথচলা।  সপ্তমি, অষ্টমীনবমী- তিন দিন ব্যাপে মহাভোজোর আয়োজন করা হয় পূজা কমিটির তরফ থেকে। দশমী বা একাদশীর দিন চোখের জলে, সিঁদুর খেলার মধ্যে দিয়ে বিদায় জানানো হয় উমাকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...