বড়দিন উপলক্ষে বাড়ি সাজালেন অনুপম, ছবি দিয়ে কাউকে কি পাল্টা বার্তা দিলেন শিল্পী?

শীত এসে গিয়েছে। শুরু হল পাতাঝরার মরশুম। শীতের আমেজে সবাই সোশ্যাল মিডিয়ায় শীত নিয়ে কিছু না কিছু শেয়ার করেই। সেখানে শুধু সাধারণ নয়, বলি থেকে শুরু করে টলি তারকা সবাই সামিল থাকে।

আর কিছুদিন পরেই আসবে বড়দিন। অনেকেই বাড়ি সাজায়। ক্রিসমাস গাছ, লাইট, সান্টা ক্লজ সহ নানা রকম জিনিস দিয়ে সাজায় এই দিনগুলিতে।

এবার সেই উপলক্ষে ক্রিসমাস গাছ দিয়ে বাড়ি সাজালেন সংগীতশিল্পী অনুপম রায়। তাঁর পাশে একটা সোফায় লাল হুডি দেওয়া জ্যাকেট শার্ট পরে হাসিমুখে বসে তিনি। পেছনের দেওয়ালে ছোট টুনির মালা জ্বলছে। ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন দশম অবতারের এক গানের লাইন, ‘আরও শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়...!’   

এরকম সুন্দর ছবিতে ‘তোর’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন গায়ক? কি বার্তা দিতে চাইছেন তিনি?  প্রত্যেক অনুরাগীদের মনে একটাই প্রশ্ন এখন। অনুপমের মন্তব্য বাক্সে ভর্তি এরকম প্রশ্নে। কিন্তু এমন প্রশ্ন কেন তোলা হয়েছে?

কিছুদিন আগে বিয়ের পর মধুচন্দ্রিমায় ডাবলিন গিয়েছিলেন পরমপিয়া জুটি। সেখানেই ক্রিসমাস গাছে একটা বাড়ি সাজানো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পিয়া। ক্যাপশনে লেখেন, ‘ডাবলিনে বড়দিনের মরশুম’।

এবার কলকাতা শহরে ক্রিসমাস। সবাই মনে করছে আনুপম হয়েতো পাল্টা বার্তা দিল তাঁর প্রাক্তন স্ত্রী পিয়াকে। কিন্তু এই বিষয়ে তিনি কিছুই বলেননি।

তবে উত্তর দিয়েছে তাঁর বহু অনুরাগীরা। কেউ তাঁকে ফের বিয়ের পরামর্শ দিয়েছেন, আবার কেউ কুর্নিশ জানিয়েছেন কারণ যেই যন্ত্রণা চেপে রোজ হাসিমুখে বেঁচে থাকার লড়াই করছেন। নানা রকমের উপদেশ দিয়েছেন শিল্পীকে। তবে এই বার্তা তিনি সত্যি পাল্টা জবাব হিসেবে দিয়েছেন কিনা, তা অজানা। 

পাশাপাশি, অনুপমের ইনস্টাগ্রাম স্টোরি ঢুঁ মারতেই দেখা গেল এক নয়া জল্পনা। দেখা গেল জুস নিয়ে নেলপলিশ পরা এক নারীর হাত। তবে কি পিয়ার জীবনে পরমব্রতর মতোই অনুপমের জীবনেও কেউ আছেন?

এই বিষয়টাও একেবারে অজানা। সবটাই সময়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। সময়ই বলবে কি হবে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...