শুধু হারালেন বলা ভুল, একপ্রকার উড়িয়ে দিলেন টেনিসের রাণীকে। উইম্বলডনে মেয়েদের ফাইনালে মাত্র ৫৭ মিনিটে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের জন্য উইম্বলডন জেতেন সিমোনা হালেপ। এবং প্রথম রোমানিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনের খেতাব জিতে ইতিহাস তৈরি করলেন সিমোনা। ২৭ বছরের এই টেনিস খেলোয়াড় তার কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতেন ৬-২, ৬-২ ব্যবধানে।
সেরেনা তার শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। তারপর মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ভাঙ্গার চেষ্টাতেই ছিলেন তিনি। কিন্তু এই ফাইনালে সিমোনা একেবারে ধরাশায়ী করে দেন ৩৭ বছরের সেরেনাকে। গোটা ম্যাচে যেখানে সিমোনার আনফোর্সড এররস রয়েছে ২টি, সেখানে সেরেনা ২৬টি আনফোর্সড এররস করেছেন। ম্যাচের ৮ মিনিটের মাথায় সিমোনা হালেপ যখন ৩-০ এ এগিয়ে, তখনই একপ্রকার আন্দাজ করা গিয়েছিল এবারের ফাইনাল সেরেনার হাত থেকে বেরিয়ে গেছে। আর তারপর বাকিটা ইতিহাস।
২০১৮ এর ফরাসি ওপেনের পর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরে খুশিতে আপ্লুত সিমোনা। তিনি বলেন, “আমার বয়স যখন ১০ তখন আমার মা বলেছিল যদি আমায় টেনিসে কিছু করতে হয় তাহলে আমায় অতি অবশ্যই উইম্বলডনের সেমিফাইনালে খেলতে হবে। আমার ভীষণ চিন্তা হচ্ছিল, আমার পেটও ভালো ছিল না। আমি এর থেকে ভালো ম্যাচ আর খেলিনি। আমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম যে আমার অন্যতম লক্ষ্য এটি জেতা এবং এই ক্লাবের লাইফটাইম মেম্বার হওয়া”।
অন্যদিকে সেরেনা এই হারের বিষয়ে জানায়, “সে আজ তার নিজের ভাবনার বাইরে খেলেছে। আমি যেন গাড়ির হেডলাইটের সামনে পড়া একটি হরিণ ছিলাম”।