আজ ২৪ অক্টোবর আন্তর্জাতিক পোলিও দিবস| পাশাপাশি ভারতে পালস পোলিও টিকাকরণের রজত জয়ন্তী বর্ষপূর্তি হচ্ছে এই মাসে। এই উপলক্ষে আগামী ৩১ অক্টোবর জনপথে ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটিতে ৮০০-৯০০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। প্রতিটি শিশুর টিকাকরণের মাধ্যমে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার অঙ্গীকার করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন।
১৯৮৮ সালে সমগ্র পৃথিবী থেকে পোলিও দূরীকরণের উদ্দেশ্যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি একটি সিদ্ধান্ত নিয়েছিল। 'জীবনের জন্য দু'ফোঁটা'- এই শিরোনামে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার ১৯৯৪ সালে। দিল্লিতে ওই বছর গান্ধীজির জন্মদিনে ৪ হাজার পোলিও কেন্দ্রের মাধ্যমে ১২ লক্ষ শিশুকে পালস পোলিও টিকাকরণ করা হয়। এই প্রকল্পের এক বছর পরেই সারা দেশ জুড়ে এই কর্মসূচি রূপায়নের পরিকল্পনা করা হয়। এর পর ২০১৪ সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের জনস্বাস্থ্যের ক্ষেত্রে এটিকে বিরাট এক সাফল্য বলে চিহ্নিত করে। সমগ্র দক্ষিণ পূর্ব দেশীয় অঞ্চলকে সেই সময় পোলিও মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। সেই সময় এই ধারণা গ্রহণ করা হয়েছিল, প্রতিটি মানুষের কাছে যদি ব্যালট পেপার পৌঁছতে পারে, তাহলে প্রতিটি শিশুর জন্য দুফোঁটা জীবনদায়ী টিকাকরণও সম্ভব।
On this #WorldPolioDay, let us commit to work towards sustaining polio free status of India. Do your bit to ensure your child (under 5 years of age) gets vaccination against polio as per the immunization schedule. #SwasthaBharat #StayPolioFree pic.twitter.com/tz8hXrUs3U
— Ministry of Health (@MoHFW_INDIA) October 24, 2019
পালস পোলিও প্রকল্পের সাফল্যের অভিজ্ঞতা থেকেই মিশন ইন্দ্রধনুষ এবং ইন্টাসিফায়েড মিশন ইন্দ্রধনুষের মত টিকাকরণ কর্মসূচীগুলি রূপায়নের পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়েছে। ডঃ হর্ষবর্ধন এই প্রকল্পের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সরকারের বলিষ্ঠ নেতৃত্ব, স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত কর্মীদের কঠোর পরিশ্রম, স্বাস্থ্য দফতরের আধিকারিক, রাজ্য সরকার, সম্প্রদায় এবং ধর্মীয় নেতা, সুশীল সমাজ, আইএমএ, আইএপি-র মতো পেশাদারি সংগঠন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রোটারি, ইউনিসেফ এবং সর্বোপরি প্রতিটি দেশবাসীর উদ্যোগের ফলে এই পরিকল্পনার সফল রূপায়ন সম্ভব হয়েছে।
আগামী ৩১ অক্টোবর পালস পোলিও টিকাকরণের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও ২০১৭-১৮ বর্ষে ৯০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌঁছনো গেছে, এরকম ১৬টি জেলাকে পুরস্কৃত করা হবে।আজ ২৪ অক্টোবর আন্তর্জাতিক পোলিও দিবসে সমগ্র বিশ্ব থেকে পোলিও দূরীকরণের অঙ্গীকারবদ্ধ হওয়ার পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর হতে হবে।
India showcased its grit and determination and capacity to weed out polio from the country. Today we are Polio free nation.#WorldPolioDay #StayPolioFree #swasthabharat #पोलियो_मुक्त pic.twitter.com/WB4IXJVPLf
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 24, 2019