শীতের মরশুমে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা সিকিম। বরফাবৃত পাহাড়ি আবহাওয়া উপভোগ করতে বহু মানুষ পাড়ি দেন সিকিমের উদ্দ্যেশ্যে। কিন্তু পর্যটকদের জন্য দুঃসংবাদ। বছরের প্রথম দিন পর্যটকদের জন্য বন্ধ থাকছে সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাথু লা।
হাইলাইটসঃ
১। বন্ধ থাকছে সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাথু লা
২। ১ জানুয়ারি বন্ধ থাকবে নাথু লা
৩। সীমান্তরক্ষীদের এক অনুষ্ঠানের কারণে এই নিষেধাজ্ঞা
সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের ভ্রমণ তালিকায় নাথু লা, গুরুদংমার লেক, ছাঙ্গু উপত্যকা, লাচেন, লাচুং-সহ একাধিক এলাকা থাকে। সোমবার স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লাতে যাওয়ার জন্য পর্যটকদের অনুমতি দেবে না সিকিম সরকার। এই নিষেধাজ্ঞার কারণ, সীমান্তরক্ষীদের এক অনুষ্ঠান। তবে নাথু লা যাওয়ার অনুমতি পেলেও সিকিমের অন্যান্য গন্তব্যের ছাড়পত্র পাবে পর্যটকরা।
এর পূর্বে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে এই বিপর্যয় ঘটেছিল। আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক। তার পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল লাচেন যাওয়ার ছাড়পত্র দেওয়া। কিন্তু গত শুক্রবার থেকে আবার পর্যটকদের জন্য লাচেন যাওয়ার ছাড়পত্র দিতে শুরু করেছে সিকিম সরকার। এই খবরে খুশি পর্যটকরা।