দীর্ঘদিন একটানা কাশি, উপেক্ষা করবেন না

বুক, ঘাড়, বগলের কাছে অনেকদিন ধরে ব্যথা। কিছুতেই কমছে না। দিনে দিনে বেড়েই চলেছে। কথা বলতে গেলে, কাশি হলে কষ্ট হচ্ছে- এরকম অনুভূতি হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। আপনি হয়ত সামান্য ব্যথা বা ‘এমনি এমনি ব্যথা’ বলে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এসবই হতে পারে ফুসফুসের ক্যানসারের লক্ষণ। ক্লান্তি, শ্বাসকষ্ট, তাড়াতাড়ি হাঁফিয়ে পড়া সঙ্গে জ্বরও থাকতে পারে। কণ্ঠস্বর বসে যাওয়া, কাশির সময় কফ, কফে রক্ত এসব লক্ষণ দুশ্চিন্তার কারণ।     

কাশি যদি ১৫ দিনেও না কমে তাহলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

প্রতিবছর প্রায় ২ মিলিয়ন মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। ভারতে যত ধরনের ক্যানসার রোগী দেখা যায় তাদের মধ্যে একটা বড় অংশ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। ধূমপান জনিত কারণে মহিলাদের তুলনায় পুরুষরোগীর সংখ্যা অনেকাংশে বেশি।

ফুসফুসের ক্যানসার দু’ধরনের হয়। নন স্মল সেল লাং ক্যানসার এবং স্মল সেল লাং ক্যানসার। নন-স্মল সেল লাং ক্যান্সারের আবার দুটি ভাগ- অ্যাডিনো কার্সিনোমা ও স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্মল সেল লাং ক্যান্সারের বৃদ্ধি ও ছড়িয়ে পড়া-দুই খুব তাড়াতাড়ি হয়।  ফুসফুসের ক্যান্সারের  চারটি পর্যায় আছে। ১,২,তএ-৩বি ও ৪।

প্রথম পর্যায়ে ক্যান্সার ফুসফুসের ভেতরের অক্সিজেন আদানপ্রদানের জন্য নির্দিষ্ট কোষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত কোষ থেকে আরও একটু ছড়িয়ে ফুসফুসের ভেতরেই লিম্ম নোড অবধি পৌঁছে যায়।

লিম্প নোড ফুসফুসের অক্সিজেন আদান-প্রদানের সহ কোষের কার্যাবলীতে নজর রাখে। তৃতীয় পর্যায়ে ক্যান্সার ফুসফুসের একদিকে একাধিক লিম্প নোডে ছড়িয়ে পড়ে। এই পর্যায়ের প্রথম ধাপে একটি ফুসফুস ছড়ায়। এরপরে পাশের ফুসফুসের দিকেও এগোতে থাকে। স্টেজ-৪ হল যখন দুটো ফুসফুসেই ক্যান্সার ছড়িয়ে পড়ে।

একেবারে শুরুতেই যদি ধরা পড়ে তাহলে সেরে যায় ফুসফুসের ক্যানসার। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তৃতীয় বা চতুর্থ পর্যায়ে ধরা পড়ে, তখন কঠিন হয়ে পড়ে রোগী এবং চিকিৎসকের লড়াই। কেমোথেরাপি এবং রেডিয়োথেরাপি দু’ভাবেই চিকিৎসা হয়। সংক্রমণ কতটা ছড়িয়েছে এবং রোগীর রোগ কোন পর্যায়ে আছে তার নিরিখে শল্যচিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।

কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা প্রতিষ্ঠান সরোজ গুপ্তা ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট। আধুনিকতম চিকিৎসা পদ্ধতিতে ফুসফুসের ক্যানসার নিরাময় করা হয়। আছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং সমস্ত রকম আধুনিক সাপোর্ট সিস্টেম। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত তথ্য ও হেল্পলাইন সহায়তা পাওয়া যায়।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...