টেলিভিশনের পর্দায় আসছে নতুন ছবি ‘ফেলুনাথের মার্কশিট’। একটা মার্কশিট কী ভাবে একজনের জীবনকে চেনা ছকের বাইরে বের করে দিতে পারে তা দেখানো হবে ‘ফেলুনাথের মার্কশিট’-এ। গল্পের কেন্দ্রে রয়েছে সিদ্ধার্থ ওরফে সিধু নামের একটি ছেলে। সে শহর কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বড়বাজারে তার পারিবারিক ব্যবসা রয়েছে হোসিয়ারির। দোকানের নাম ‘ঘোষ অ্যান্ড সন্স’।
ঘোষ বাড়ির একটা ট্রেন্ড আছে। এই বাড়ির ছেলেরা বারবার ফেল করে। পাশাপাশি বাড়ির ছেলেদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় যাতে তারা ব্যবসার কাজে তাড়াতাড়ি হাত লাগাতে পারে। এই বাড়িরই ছেলে সিধু গ্র্যাজুয়েশনে ফেল করলে তার বাবা বীরেশ্বর ঠিক করে সুপাত্রী দেখে সিধুর বিয়ে দেবে। এর পিছনে অবশ্য আরও একটি কারণ আছে। ঘোষ বাড়ির পারিবারিক জ্যোতিষী বলেছেন যে সিধুকে ২৩ বছরের মধ্যে বিয়ে না দিলে সে সন্ন্যাস গ্রহণ করতে পারে। জ্যোতিষীর এই বিধান আর বাবার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ সিধু। সে বাড়ি থেকে পালায়। নারায়ণপুরে একটি গ্রামে সে পৌঁছয়।
সন্ন্যাসী ফেলুনাথকে সে নিজের মধ্যে খুঁজে পায়। সেই নামেই সে নারায়ণপুরে জনপ্রিয় হয়ে ওঠে। নিজের আসল পরিচয় অর্থাৎ সিদ্ধার্থ নাম ঘুচিয়ে সে ফেলুনাথ নামেই পরিচিত হয়। নারায়ণপুরের গরিব শিশুদের সে লেখাপড়া শেখাতে শুরু করে। এরই মাঝে নারায়ণপুরের এক প্রভাবশালী ব্যক্তির মেয়ে মিষ্টির প্রেমে পড়ে সে। এবার কী করবে সিধু? নিজের আসল পরিচয় কি সে জানিয়ে দেবে মিষ্টিকে? নাকি ফেলুনাথ নামেই বাকি জীবনটা কাটিয়ে চলবে?
আগামী ২৫ অগাস্ট টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই ছবি। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, তণ্বী লাহা রায়কে। পরিচালক রাজদীপ ঘোষ। ক্যামেরা সামলেছেন সুদীপ্ত মজুমদার। সম্পাদনায় শুভজিত সিংহ। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সৈকত চট্টোপাধ্যায়। আর্ট ডিরেক্টর অর্ণব সিনহা।