শ্যামবাজার নবীন সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আজকের দিনে পুরোনো জিনিসের কদর আমরা কজনই বা বুঝি। প্রয়োজন লাগল না, ছুঁড়ে ফেলে দিই। কাজে লাগছে না, নতুন জিনিস কিনে আনি। আর পুরোনো জিনিস, পুরোনো স্মৃতিদের ঠাই হয় আস্তাকুড়ে। আর সেই সকল পুরোনো জিনিস তথা স্মৃতিকে আরও একবার রোমন্থন করতে চলেছে শ্যামবাজার নবীন সংঘ।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল শ্যামবাজার নবীন সংঘ।

সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক কেষ্টমোহন ঘোষাল এবং এবছরের শিল্পী স্বার্থকী শূর।এই বছর শ্যামবাজার নবীন সংঘ ক্লাবের দুর্গাপুজো ৫২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই বছর তাদের থিমের বিশেষত্ব এই যে, প্রবেশদ্বার তৈরি হবে কলকাতাশহিদ মিনারের আদলে।

এবং প্যান্ডেলটি হবে একটি পোস্ট অফিস-এর আদলে।এই বছর শ্যামবাজার নবীন সংঘ ক্লাবের পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে তৃতীয়ায়। আর যদি পেটপুজোর কথায় আসা যায় তাহলে অষ্টমীনবমীতে বেশ বড় করে ভোগের আয়োজন করেছে তারা।শ্যামবাজার নবীন সংঘ ক্লাবের পুজো দেখতে গেলে দমদম কিংবা কবি সুভাষগামী কোনও মেট্রোয় উঠে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনে।

সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন তাদের পুজোমন্ডপ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...